মেকআপ ছাড়াই দম নিয়ে আসছেন পূজা চেরী

30 Oct 2025, 02:34 PM মুভিমেলা শেয়ার:
মেকআপ ছাড়াই দম নিয়ে আসছেন পূজা চেরী


২৯ অক্টোবর, বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হয় ‘দম’ ছবির মহরত অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী, আফরান নিশো, অভিনেত্রী পূজা চেরীসহ কলাকুশলীবৃন্দ। 

মহরতে অনুষ্ঠানে জানানো হয় একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। এ সিনেমার গল্পটি সার্ভাইভাল ঘরানার। ছবিটি পরিচালনা করবেন রেদওয়ান রনি। খুব শিগগিরই শুরু হবে সিনেমাটির শুটিং। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে বলে জানান নির্মাতা।

‘দম’ ছবিতে চঞ্চল চৌধুরীর অভিনয়ের কথা আগেই জানানো হলেও মহরত অনুষ্ঠানে প্রথমবার অভিনেত্রী পূজা চেরীকে আফরান নিশোর নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিন একেবারে সাদামাটা সাজে কোনো মেকআপ ছাড়াই অনুষ্ঠানে হাজির হন পূজা চেরী। তিনি মঞ্চে আসেন পালকিতে চড়ে। তাকে পালকি থেকে হাত ধরে নামাতে সহায়তা করতে দেখা যায় ‘দম’ এর দুই অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে। 

ছবিতে অভিনয় প্রসঙ্গে পূজা চেরী বলেন, মেকআপ করা ছেড়ে দিচ্ছি। কারণ এ সিনেমায় আমার কোনো মেকআপ নেই। এখানে আমাকে একদম ন্যাচারাল লুকে দেখা যাবে।