কুকিং এসোসিয়েশনের আয়োজনে 'মাছে ভাতে বাঙালি' রান্না প্রতিযোগীতায় সারা বাংলাদেশ থেকে ১১৩ জনের রেসিপি জমা দিয়েছিলেন। যার মধ্যে থেকে বাছাই করে ৫০ জনকে প্রতিযোগীতায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। ১৮ অক্টোবর ২০২৫ বারিধারা ডিওএইচএস কনভেনশন সেন্টারে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। বিচারকদের মতামতের ভিত্তিতে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে উপহার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শাহানা সারমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাশন হাউজের কর্ণধার রুবানা আকতার ও জাতীয় মহিলা সংস্থার পরিচালক ড. ফারহানা আইরিছ।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন কুকিং এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রন্ধনবিদ মেহেরুন নেসা।
অনুষ্ঠানের বিচারকার্য পরিচালনা করেন কুকিং এসোসিয়েশনের প্রেসিডেন্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসি। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেন নুর জাহান আহমেদ, দ্বিতীয় ফেরদৌস আরা খান, তৃতীয় নুর হোসেন। প্রথম পুরষ্কার ছিল নগদ ৩০০০০ টাকা, দ্বিতীয় পুরষ্কার নগদ ২০০০০ টাকা ও তৃতীয় পুরস্কার নগদ ১০০০০ টাকা। এছাড়া অংশগ্রহণকারী সকলকে সার্টিফিকেট প্রদান করা হয়।