আবৃত্তি দল 'প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন' তাদের প্রতিষ্ঠার ৩৫ তম বর্ষে ২৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে মঞ্চায়ন করে প্রেমের কবিতা নিয়ে আবৃত্তি প্রযোজনা 'যে নামেই ডাকো তুমি'।
আবৃত্তিশিল্পী ফয়জুল আলম পাপ্পুর গ্রন্থনা ও নির্দেশনায় মঞ্চে প্রকাশ-এর আবৃত্তিশিল্পীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'অনন্ত প্রেম', 'সাগরিকা', কাজী নজরুল ইসলামের 'গানের আড়াল', জীবনানন্দ দাশের 'বনলতা সেন', জসীম উদদীনের 'হেলেনা', নির্মলেন্দু গুণের 'স্মরণ', 'আমার সংসার', মহাদেব সাহার 'চিঠি দিও', 'একটি দিন', আবুল হাসানের 'যুগলসন্ধি', রফিক আজাদের 'যদি ভালোবাসা পাই', ওমর আলীর 'কত সুন্দর তুমি তাকালে', হেলাল হাফিজের 'প্রস্থান', রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর 'এ কেমন ভ্রান্তি আমার', দিলারা হাফিজের 'তোমার কাছে চেয়েছিলাম', আলমগীর রেজা চৌধুরীর 'প্রতিজ্ঞা', 'বিদ্যাপতির প্রতি', হাসান হাফিজের 'কৃষ্ণ কফি-৩', ওবায়েদ আকাশের 'নিরর্থ খই ভাজা', শাহীন রেজার 'যে নামেই ডাকি', শিমুল পারভীনের 'প্রতীক্ষার রেস্তোরাঁ', লাবণ্য লিপির 'তুলে নাও নিষেধের কাঁটাতার'সহ অন্যান্য খ্যাতিমান কবিদের রচিত ৩০টি কবিতার আবৃত্তি পরিবেশন করেন।
আবৃত্তিতে অংশগ্রহণ করেন দোলন রানি, নাজমুন নাহার শিরিন, সান্তনা রায়, ফেরদৌসী রহমান, আবু বকর সিদ্দিক, সুফিয়া মেহেদী সঙ্গীতা, সাদিয়া রহমান লোপা, তুহিন আহমদ, উম্মে ছোলাইম যুথী, সিদরাতুল আফিয়া মোহনা এবং ফয়জুল আলম পাপ্পু ।
আবহসঙ্গীতে ছিলেন শিল্পী ডালিম কুমার বড়ুয়া। প্রযোজনা অধিকর্তা ছিলেন সনজিত দাস। প্রয়াত কবি এবং সাংবাদিক হেলাল হাফিজের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত হয় একটি সুদৃশ্য স্মরণিকা।