'কানতারা : চ্যাপ্টার-১' তিন দিনেই ১৫০ কোটির ক্লাবে

06 Oct 2025, 02:59 PM মুভিমেলা শেয়ার:
'কানতারা : চ্যাপ্টার-১' তিন দিনেই ১৫০ কোটির ক্লাবে

প্রথম কিস্তির অভূতপূর্ব সাফল্যের পরদক্ষিণী সিনেমা 'কানতারা'-র দ্বিতীয় কিস্তি 'কানতারা : চ্যাপ্টার-১যেন মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে! ৪ অক্টোবর২০২৫ মুক্তি পাওয়া এই কন্নড় সিনেমাটি প্রথম তিন দিনেই রেকর্ড ভাঙার জোরালো আভাস দিচ্ছে।

ইতোমধ্যেঋষভ শেঠি অভিনীত ও পরিচালিত এই সিনেমাটি ১৬২ কোটি রুপি আয় করে নিয়েছেযা চলতি বছরে অন্যতম সেরা ওপেনিংগুলির মধ্যে অন্যতম। ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই এটি সংগ্রহ করেছে ১৬২.৮৫ কোটি রুপি।

আয়ের পরিসংখ্যান 

বিশ্লেষণ সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ীআয়ের গতি ছিল এমন-

প্রথম দিন : ৬১.৮৫ কোটি রুপি

দ্বিতীয় দিন : ৪৬ কোটি রুপি

তৃতীয় দিন : ৫৫ কোটি রুপি

এই অবিশ্বাস্য সংকলনের মধ্য দিয়েই মাত্র তিন দিনে সিনেমাটি ১৫০ কোটির গণ্ডি স্পর্শ করেছে।

'কানতারা : চ্যাপ্টার ১শুধু আঞ্চলিক সিনেমার গণ্ডিতেই আটকে নেই বরং এটি ভারতের বড়ো বাজেটের চলচ্চিত্রগুলিকেও জোর টক্কর দিচ্ছে। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি বক্স অফিসে পেছনে ফেলেছে সালমান খানের 'সিকান্দার' [১১০ কোটি রুপি] এবং রামচরণের 'গেম চেঞ্জার' [১৩১ কোটি রুপি]-এর মতো ছবিকেও।

এই নজরকাড়া অর্জনের সঙ্গে, 'কানতারা : চ্যাপ্টার ১এখন কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে চতুর্থ সিনেমা হিসেবে ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছবিটির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।