অভিনেত্রী বুবলী ক্যারিয়ার শুরু করেছিলেন জোড়া ছবি দিয়ে। ২০১৬ খ্রিষ্টাব্দের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল তার ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দু’টি। এরপর থেকে প্রতি ঈদেই বুবলী অভিনীত একাধিক ছবি মুক্তি পেয়ে আসছে। গেল বছরও রোজার ঈদে মুক্তি পায় তার অভিনীত ‘মায়া দ্য লাভ’ ও ‘দেয়ালের দেশ’ ছবি দু’টি। এবারের ঈদেও আসছে দুটি ছবি। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...
‘বসগিরি’ ও ‘শুটার’ একসঙ্গে দুই ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন অভিনেত্রী বুবলী। দুই ছবিতেই তার সহশিল্পী ছিলেন কিংখান খ্যাত শাকিব খান। শাকিব খানের ছবি মানেই দর্শকের একটু বেশি আগ্রহ। তাই তো বুবলীও পরিচিতি পেয়ে যান দ্রুত। এছাড়াও বুবলীর সাবলীল অভিনয় নজর কাড়ে দর্শকের। ফলে অল্প সময়ে নিজের আসন পাকা করে নেন বুবলী।
২০২৩ খ্রিষ্টাব্দের ঈদেও মুক্তি পায় দুই ছবি ‘প্রহেলিকা’ ও ‘ক্যাসিনো’। এবার ঈদেও দু’টি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে বুবলীর। এম রাহিমের ‘জংলি’ ও পরিচালক জাহিদ জুয়েলের ‘পিনিক’।
অর্থাৎ ঈদে বুবলীর জোড়া ছবি নিয়ে আসার ঘটনা এবারও অব্যাহত থাকছে।
পিনিক ছবির টিজার, ট্রেলারও প্রস্তুত। ফার্স্টলুক পোস্টার আগেই প্রকাশ করা হয়েছে। খুব শিগ্গিরই একে একে গান, টিজার ও ট্রেলার প্রকাশ করা হবে।’
সিনেমার বাইরে বিজ্ঞাপনচিত্রেও নিয়মিত কাজ করেন শবনম বুবলী। ক্যারিয়ারের শুরুর দিকে ২০১৮ খ্রিষ্টাব্দে তিনি সনক মিত্রের পরিচালনায় তিব্বত লাক্সারি সোপের প্রথমবার বিজ্ঞাপনচিত্রে মডেল হন। পরবর্তীসময়ে আরো কয়েকটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করেন তিনি।
শুধু সিনেমায় নয়, বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েও শক্ত অবস্থান গড়েছেন বুবলী। সম্প্রতি তিনি আবারও তিব্বত বিউটি সোপের একটি নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন।
এই প্রসঙ্গে বুবলী বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের তারকারা অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন, আর আমাদের দেশের তারকারাও এর বাইরে নন। তবে, আমি যখন কোনো পণ্যের বিজ্ঞাপনচিত্রে কাজ করি, তখন অবশ্যই তার গুণগত মান সম্পর্কে জানার পরেই কাজ করি। কারণ, একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব থাকে সেই পণ্যটি দর্শকদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা। “তিব্বত লাক্সারি সোপের ব্যাপারে দর্শক ও ক্রেতারা ইতোমধ্যে জানেন, তাই আমি আগ্রহ নিয়েই এর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছি। এবারের বিজ্ঞাপনটিও সনক দাদা [নির্মাতা] খুব যতœ নিয়ে তৈরি করেছেন, আর আমি পুরোপুরি সন্তুষ্ট। আশা করছি, বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকেরা এটি ভালোভাবে গ্রহণ করবেন।”
দীর্ঘ আট বছর ধরে তিনি তিব্বত সোপের বিজ্ঞাপনচিত্রে কাজ করলেও গত বছর ‘যমুনা ফ্রিজ’র বিজ্ঞাপনচিত্রেও মডেল হন তিনি।

প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয় ক্যারিয়ারে নয় বছর পূর্ণ করে তিনি নিজের প্রযোজনা সংস্থা ‘বিগ প্রোডাকশন’ প্রতিষ্ঠা করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন তিনি। বুবলী জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘বিগ’ যার পূর্ণনাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়ত ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড়ো কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই আমরা।’ বিগ প্রোডাকশনের পরিকল্পনা জানিয়ে বুবলী বলেন, ‘আমি সিনেমার মানুষ, তাই সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে। কিন্তু সিনেমা বানানো অনেক বড়ো কাজ। এটির জন্য আরো অভিজ্ঞতা প্রয়োজন। তাই চলতি বছর নাটক, শর্টফিল্ম, মিউজিক ভিডিও বানিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই। যাত্রাটা শুরু হবে কোরবানি ঈদের নাটক নিয়ে। এর পাশাপাশি অন্যান্য কাজ আসতে থাকবে। বিগ প্রোডাকশন থেকে সিনেমা নির্মাণ হবে আগামী বছর। সে-সময় বড়ো আয়োজন করে ঘোষণা দেওয়া হবে।’
বুবলী বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’
বুবলী আরো বলেন, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’
অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন নয়। দেশের শোবিজ অঙ্গনও এর ব্যতিক্রম নয়। এর আগে অপু বিশ্বাস, ববি হক, মাহিয়া মাহিসহ এ-সময়ের কয়েকজন অভিনেত্রী প্রযোজনায় এসেছেন। এবার এই তালিকায় যুক্ত হলেন শবনম বুবলী।