ঈদে মুক্তির দৌড়ে নয় সিনেমা

18 Mar 2025, 01:32 PM অন্যান্য শেয়ার:
ঈদে মুক্তির দৌড়ে নয় সিনেমা

দেশে দুই ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তি দেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। এবারও এর ব্যতিক্রম ঘটছে না। ঈদের বাকি অনেকদিন, তার আগেই প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাদের ছবি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন পর্যন্ত ঈদুল ফিতরকে কেন্দ্র করে ৯টি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম...


এবারের ঈদুল ফিতরের জন্য আগে থেকেই সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগ ছবিই তারকাবহুল। তবে, সিনেমা হলের সংখ্যা কম হওয়ায় এত ছবি একসঙ্গে মুক্তি পেলে অনেকে ক্ষতিগ্রস্ত হবে। এসব চিন্তা করে একসঙ্গে ৯টি সিনেমা মুক্তি না দিয়ে, ঈদের পরে কিছু তারকাবহুল ছবি মুক্তি দিলে সিনেমার জন্যই ভালো বলে মনে করেন সিনেমাবোদ্ধারা। তবে, এরই মধ্যে সিনেমা মুক্তির প্রচারণায় এগিয়ে আসেন শাকিব খান, আরফান নিশো, সিয়াম, মোশাররফ করিম ও বুবলী, নুসরাত ফারিয়া প্রমুখ।


বরবাদ

২০২৪ খ্রিষ্টাব্দের অক্টোবরে শুরু হয় শাকিবের ‘বরবাদ’ সিনেমার শুটিং। তখনই জানা গিয়েছিল সিনেমাটি এ বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে পারে। বরবাদ ছবির টিজার প্রকাশ পেয়েছে। টিজারে দর্শকদের মাঝে সাড়া ফেলে শাকিব খানের লুক, এক্সপ্রেশন। সিনেমার পরিচালক মেহেদী হাসান ছবিটি নিয়ে বলেন, সিনেমাটি এই পর্যন্ত যতটুকু প্রচার হয়েছে ‘আমরা খুশি, দর্শকেরও ভালো রেসপন্স পাচ্ছি।’


দাগি

আরফান নিশো অভিনীত প্রথম ছবি সুড়ঙ্গ দিয়ে বড়োপর্দায় অভিষেক হয়। প্রথম ছবিতেই নিজের জাত চেনান তিনি। সুড়ঙ্গের সাফল্যের পর এবারের ঈদে আসছেন দাগি সিনেমা নিয়ে। অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ার গল্প ‘দাগি’। শিহাব শাহিন পরিচালিত সিনেমাটির প্রচারের শুরুটাই ছিল দারুণ। প্রথম প্রচারের শুরুতেই হেলিকপ্টারের দরজা খুলে পা রাখেন আফরান নিশো। ‘দাগি’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সিনেমাটি প্রচারে এগিয়ে থাকলেও এখনো কোনো টিজার বা ট্রেলার মুক্তি পায়নি। গত সোমবার সিনেমার পরিচালক শিহাব শাহীন বলেন, ‘ভারতের সিনেমার পোস্টের কাজ চলছে। এডিটিং, কালার, সাউন্ডের কাজ চলছে এখন। আমাদের পোস্টের কাজ শেষ পর্যায়ে। খুব শিগ্গির আমরা সিনেমার নিয়মিত প্রচারণায় যাব।

জংলি

গেল বছর মুক্তির মিছিলে ছিল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ ছবিটি। সিনেমাটির পোস্টারও গেল মার্চ মাসে উন্মোচন করে জানানো হয় ঈদুল আজহায় ‘জংলি’ সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু এত ছবির ভিড়ে শেষ পর্যন্ত ছবিটির মুক্তি থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। সেই হিসেবে ২০২৪ খ্রিষ্টাব্দ থেকে সিনেমাটি প্রচারে রয়েছে। এবার সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ছবিটির মোশন পোস্টার প্রকাশ করেছে।


জ্বীন

ঈদের মুক্তির দৌড়ে এগিয়ে আছে ‘জ্বীন-৩’ সিনেমাটি। ভৌতিক ঘরানার সিনেমা হিসেবে এটি আলোচনায় রয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। এর আগে জ্বীন সিনেমার প্রথম কিস্তিতেও তাদের দেখা গিয়েছিল। ইতোমধ্যে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। আসন্ন ঈদকে টার্গেট করে সিনেমাটির পোস্টের কাজ চলছে। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।


পিনিক

শবনম বুবলী ও আদর আজাদ জুটি হয়ে এবারের ঈদে আসছে পিনিক ছবিটি। দুই অভিনয়শিল্পীর লুক পোস্টারে বেশ চমক ছিল। একটি খাঁচার মধ্যে বন্দি বুবলী। শুরুতেই বুবলীর পোস্টার নজর কেড়েছিল। সিনেমার পরিচালক জাহিদ জুয়েল বলেন, ‘প্রমোশন শুরু করিনি। এই সপ্তাহে টিজার প্রকাশ করব, ২০ মার্চের দিকে ট্রেলার, পরে ২৭ মার্চে আইটেম গান রিলিজ করব।’ ছবির কাজ শেষদিকে। খুব শিগ্গিরই সিনেমাটির সেন্সরে জমা দিতে চান প্রযোজনা প্রতিষ্ঠান। এছাড়াও আরো কয়েকটি সিনেমা মুক্তির জন্য কাজ করে যাচ্ছে।


চক্কর ৩০২

গত ঈদে মুক্তির জন্য প্রস্তুত ছিল চক্কর ৩০২ সিনেমাটি। ছবিটি পরিচালনা করেছেন শরাফ আহমেদ জীবন। কাজ গুছিয়ে আনতে না পারায় সে সময় মুক্তি পায়নি সরকারি অনুদানে নির্মিত এই ছবিটি। তবে, সবকিছু ঠিক থাকলে এই রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘আগে থেকেই পরিকল্পনা ছিল বড়ো উৎসবে ছবিটি মুক্তি দেব।’ রোজার ঈদ বড়ো একটি উৎসব, তাই এই ঈদে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শিগ্গিরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব। ঈদের আগেই টিজার, ট্রেলার, গান প্রকাশসহ আরো অনেক পরিকল্পনা রয়েছে আমাদের।’

ঈদে আরো কয়েকটি বিগ বাজেটের ছবি মুক্তি পাবে। অন্যান্য সিনেমার ভিড়ে এই ছবিটি নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্মাতা জীবন। তিনি বলেন, ‘প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প।’

দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’‘চক্কর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

তবে, কোনো সিনেমাই মুক্তির জন্য এখনো প্রযোজক ও পরিবেশন সমিতি থেকে শিডিউলের জন্য আবেদন করা হয়নি। প্রযোজক ও পরিবেশক সমিতির অফিসে যোগাযোগ করলে জানা যায়, ‘রঙে ভালোবাসা’ ও ‘নাও’ নামে দুটি সিনেমা ঈদে মুক্তির জন্য শিডিউল নিয়ে রেখেছে। এছাড়া পরিচালক নাসিম সাহনিক জানালেন, তিনি ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমাটি ঈদে মুক্তি দেবেন। সে জন্য প্রস্তুতি নিচ্ছেন।