পপির জন্মদিনে শুভেচ্ছা

10 Sep 2023, 02:55 PM জন্মদিন শেয়ার:
পপির জন্মদিনে শুভেচ্ছা

চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল সাদিকা পারভিন পপি ১৯৭৯ খ্রিষ্টাব্দের ১০ সেপ্টেম্বর, খুলনা জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কাটে খুলনায় দাদাবাড়িতে। ছয় ভাইবোনের মধ্যে পপি বড়ো। পড়াশোনা করেছেন খুলনার মুন্নুজান উচ্চ বালিকা বিদ্যালয়ে। পপি ১৯৯৭ খ্রিষ্টাব্দে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছায়াছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন। তারপর একে একে ‘আমার ঘর আমার বেহেশত’, ‘চারিদিকে শত্রু’, ‘দরদি সন্তান’, ‘ভালোবাসার ঘর’, ‘জানের জান’, ‘দুজন দুজনার’, ‘দাম দিয়ে প্রেম যায় না কেনা’, ‘মা যখন বিচারক’, ‘কারাগার’, ‘মান্না ভাই’, ‘প্রেম করেছি বেশ করেছি’, ‘মায়ের স্বপ্ন’, ‘গঙ্গাযাত্রা’, ‘কি যাদু করিলা’, ‘পৌষ মাসের পিরিত’, ‘দুই নয়ন’সহ বেশকিছু ব্যবসাসফল সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেন। এসব ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান পপি। জায়গা করে নেন দর্শক হৃদয়ের মণিকোঠায়। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী কারাগার [২০০৪], মেঘের কোলে রোদ [২০১০], গঙ্গাযাত্রা [২০১১] ছায়াছবিতে অভিনয়ের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুস্কারর অর্জন করেন। তাছাড়া অনেক দিনের আশা [১৯৯৯], জুয়াড়ী [২০০৩],  বিদ্রোহী পদ্মা [২০০৭], কি যাদু করিলা [২০০৯], গঙ্গাযাত্রা [২০১৪] ছবিতে বাচসাস চলচ্চিত্র পুরস্কার এবং মান্না ভাই [২০০৪],  গার্মেন্টস কন্যা [২০১২], সোনা বন্ধু [২০১৮] ছবিতে অভিনয়ের জন্য টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রাব)-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। পপির জন্মদিনে আনন্দভুবনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।