ঈদের ছুটিতে ঘুরে আসুন ঢাকার আশেপাশে

21 Jun 2023, 01:07 PM অন্যান্য শেয়ার:
ঈদের ছুটিতে ঘুরে আসুন ঢাকার আশেপাশে

ঘুরতে কে না ভালোবাসে ! ঈদের ছুটির দিনগুলোতে পরিবার বা বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন ? যারা একদিনের জন্য ঢাকার আশেপাশে ঘুরে বেড়ানোর মতো জায়গা খুঁজছেন, তারা জেনে নিন ঢাকা বিভাগের আশেপাশের জেলাগুলোতে অবস্থিত এমন ১০টি মনোরম জায়গার নাম ও সুবিধাসমূহ। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম..

জল জঙ্গলের কাব্য

জল জঙ্গলের কাব্য গাজীপুর জেলার পুবাইলে অবস্থিত। নগরজীবন থেকে বের হয়ে খোলামেলা গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চাইলে এর থেকে সুন্দর জায়গা আর হয় না। প্রায় ৯০ বিঘা জায়গার ওপর গড়ে উঠেছে এটি। সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স ও রাতের খাবার পাওয়া যাবে স্বল্প খরচে।

সোনারগাঁও লোকশিল্প জাদুঘর

সোনারগাঁও জাদুঘর ঢাকার অদূরে নারায়নগঞ্জ জেলার পানাম নগরে অবস্থিত একটি অন্যতম দর্শনীয় স্থান। প্রতি শুক্রবার থেকে বুধবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত জাদুঘরের গেট খোলা থাকে। টিকেটের মূল্যও কম, জনপ্রতি ২০ টাকা মাত্র ।

পদ্মা রিসোর্ট

পদ্মা রিসোর্ট ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীর পাড়ে অবস্থিত। নদী পাড়ের ও কাঁশফুলের অপূর্ব দৃশ্য যারা খুঁজে বেড়ান, তারা চাইলেই ঢুঁ মেরে আসতে পারেন এখান থেকে। গাড়ি নিয়ে ঢাকা থেকে ১ থেকে দেড়ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবেন। কটেজের ভিতরে আছে রেস্টুরেন্ট, রিভার ক্রুজ ও খেলাধুলা করার বিশাল জায়গা।

ড্রিম হলিডে পার্ক

ড্রিম হলিডে পার্ক ঢাকার পাশেই নরসিংদী জেলায় অবস্থিত অন্যতম থিম পার্ক। পরিবার পরিজনদের সারাদিন হৈচৈ আর আনন্দে মাতামাতি করতে অথবা পিকনিকের আয়োজন করতে চাইলে ঘুরে আসতে পারেন এখান থেকে। রাতে থাকার জন্য রয়েছে রিসোর্টের সুব্যবস্থা আর প্রবেশমূল্য জনপ্রতি ২০০ টাকা।

বালিয়াটি জমিদার বাড়ি

ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বালিয়াটি গ্রামে বালিয়াটি জমিদার বাড়ি অবস্থিত। এই জমিদার বাড়ির বিশাল সব স্থাপনা আপনাকে নিঃসন্দেহে অবাক করবে। প্রতিসপ্তাহের রোববার ও সোমবার অর্ধবেলা ছাড়া প্রতিদিনই সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য গেট উন্মুক্ত থাকে।

যমুনা রিসোর্ট

যমুনা রিসোর্ট টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার মাঝে যমুনা সেতুর কাছেই অবস্থিত। পর্যটকদের থাকার ব্যবস্থা ছাড়াও ভিতরে রয়েছে সুইমিং পুল, খেলাধুলার ব্যবস্থা, জিম ও অন্যান্য সুবিধা। খরচ পড়বে জনপ্রতি ৪০০০ টাকা। এছাড়া, বিভিন্ন উৎসব-অনুষ্ঠানেও রিসোর্টটি বিভিন্ন ধরনের প্যাকেজের সুবিধা দিয়ে থাকে।

বঙ্গবন্ধু সাফারি পার্ক

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার থেকে মাত্র ৫ কিলোমিটার পশ্চিমে বঙ্গবন্ধু সাফারি পার্কটি অবস্থিত। পার্কের ভিতরের অংশকে আবার ৫টি অংশে ভাগ করা হয়েছেÑ কোর সাফারি, সাফারি কিংডম, বায়োডাইভার্সিটি পার্ক, এক্সটেনসিভ এশিয়ান ডাইভার্সিটি পার্ক ও বঙ্গবন্ধু স্কয়ার। প্রবেশ মূল্য জনপ্রতি ৫০ টাকা।

নিকলী হাওর

খোলামেলা পরিবেশে স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়া পেতে ঘুরে আসতে পারেন কিশোরগঞ্জের নিকলী হাওর থেকে। ঢাকা থেকে বাসে বা ট্রেনে যেতে পারেন কিশোরগঞ্জ শহরে, সেখান থেকে সিএনজি, অটোরিকশায় নিকলি ঘাট। ঘাট থেকে নৌকা ভাড়া করে ঘুরে দেখুন হাওর। মনে রাখবেন, বর্ষার শেষ দিকে হাওর ভ্রমণের উপযুক্ত সময়।

জিন্দা পার্ক

কম সময়ে ও কম খরচে ঘুরে আসার জন্য যেতে পারেন পূর্বাচল হাইওয়ের কাছেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্ক। ঢাকা থেকে দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার। খাওয়া দাওয়ার জন্য পার্কের ভিতরেই রেস্টুরেন্ট আছে। এছাড়া রাতে থাকার জন্যেও গেস্ট হাউজ রয়েছে। প্রবেশ টিকেট জনপ্রতি ১০০ টাকা।

ফ্যান্টাসি কিংডম

ফ্যান্টাসি কিংডম থিম পার্ক, মূলত ফ্যান্টাসি কিংডম নামেই পরিচিত। এটি বাংলাদেশের ঢাকার অদূরে আশুলিয়া থানার জামগড়া এলাকায় অবস্থিত একটি বিনোদন পার্ক। ফ্যান্টাসি কিংডম ২০০২ খ্রিষ্টাব্দের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। থিম পার্কটি প্রায় ২০ একর জায়গা জুড়ে অবস্থিত, যার মধ্যে একটি থিম পার্ক, একটি ওয়াটার পার্ক, শুষ্ক পার্ক এবং হেরিটেজ কর্নার রয়েছে। ফ্যান্টাসি কিংডম ‘ফ্যান্টাসি কিংডম থিম পার্কে’ তরুণদের জন্য প্রায় ২৪টি রাইড রয়েছে। যার ভিতর সবচেয়ে মজার উল্লেখযোগ্য কিছু রাইড হল জুজু ট্রেন ও টনি অ্যাডভেঞ্চার।

বাম্পার কার, জুজু ট্রেন, ঘূর্ণি পাখি, হাইওয়ের কনভয়, হ্যাপি কাঙারু, ইজি ডিজি, সূর্য ও চাঁদ, থ্রিডি সিনেমা, বুল ডোজার, সান্তা মারিয়া, বাচ্চাদের বাম্পার গাড়ি, জাদুর গালিচা, পনি অ্যাডভেঞ্চার, রোলার কোস্টার, স্পিড ওয়ে, ঘূর্ণি টানেল, স্কাই হপার, বাম্পার বোট, জিপ প্রায়, ইগলু হাউজ, মুভিং টাওয়ার, ফেরিস হুইল, জুনিয়র ফেরিস হুইল, রিডিম্পশন গেম।