বিদেশগামীদের প্রয়োজনীয় তথ্য দেবে ‘সেফস্টেপ’ অ্যাপ

21 Nov 2022, 03:21 PM প্রবাসভুবন শেয়ার:
বিদেশগামীদের প্রয়োজনীয় তথ্য দেবে ‘সেফস্টেপ’ অ্যাপ

অনেক গুরুত্বপূর্ণ তথ্য ভালো করে না জেনেই প্রতিবছর লক্ষ লক্ষ কর্মী বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছেন। এতে প্রতারিত হওয়ার সংখ্যা দিন দিন বেড়েই চেলেছে। তাই এবার বিদেশ গমনকারীদের যথাযথ তথ্য দিতে চালু হয়েছে একটি মোবাইল এপ্লিকেশন।

এপ্লিকেশনটির নাম ‘সেফস্টেপ’। এই মোবাইল অ্যাপটির মাধ্যমে বিদেশ যাওয়ার আগেই প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন এবং বিদেশে গিয়ে কোনো কর্মী বিপদে পড়লেও এই সেফস্টেপ অ্যাপটির মাধ্যমে সহায়তা চাইতে পারবেন। ২০ নভেম্বর ২০২২ রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল ও অভিবাসন খাতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট [রামরু] যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এই অ্যাপটি বানাতে আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইভি। আর অ্যাপটি বানিয়েছেন এলেভেইট হংকং হোল্ডিংস লিমিটেড, ডিজিন্যাক্স সলিউশন ও উইনরক ইন্টারন্যাশনাল।