বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান রুপালি পর্দায় তার দীপ্তিময় উপস্থিতি ও দীর্ঘ ২৫ বছরের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি এ সম্মাননা পেয়ে তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের আবেগ ও অনুভূতি।
৭ সেপ্টেম্বর ২০২৫ ‘দ্য ডেইলি স্টার’ আয়োজিত ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে শাকিব খানকে দেওয়া হয় ‘সিলভার জুবিলি অব এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’। তবে সেই সময় তিনি দেশের বাইরে থাকায় পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। দেশে ফেরার পর সম্প্রতি তিনি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে এই সম্মাননা গ্রহণ করেন।
এ প্রসঙ্গে ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন— “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে প্রাপ্ত এই সম্মাননা আমাকে আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা দেবে এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বপ্নকে আরও দৃঢ় করবে।”
তিনি আরও বলেন, “আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। এমন একটি মর্যাদাপূর্ণ সম্মান দেওয়ার জন্য আমি দ্য ডেইলি স্টারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
আনন্দভুবন ডেস্ক