অবশেষে আগামী ৩ অক্টোবর ২০২৫ প্রেক্ষাগৃহে আসছে মৌ খান অভিনীত ও সুজন বড়ুয়া পরিচালিত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। অবশেষে দুর্গাপূজা উপলক্ষে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া ও প্রযোজক আবুল বাশার। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবনগল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়। এর মূল চরিত্রে অভিনয় করেছেন চলতি প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান।
ছবিতে আরও অভিনয় করেছেন- গাজী রাকায়েত, রেবেকা রউফ, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান, আসমা শিউলি, আরফান, রাজ সাগর, রুবেল প্রমুখ।
আনন্দভুবন ডেস্ক