মুক্তি পেল মেহজাবীন চৌধুরীর ছবি 'সাবা'

28 Sep 2025, 02:08 PM মুভিমেলা শেয়ার:
মুক্তি পেল মেহজাবীন চৌধুরীর ছবি 'সাবা'

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম চলচ্চিত্র সাবা। যদিও এটি তার প্রথম অভিনীত চলচ্চিত্রতবে এর আগেই তার শুটিং করা দ্বিতীয় ছবি প্রিয় মালতী’ মুক্তি পেয়েছিল। বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা অর্জনের পরএবার বাংলাদেশের দর্শকরাও বড়ো পর্দায় ছবিটি দেখার সুযোগ পাচ্ছেন।

ছবিটি মুক্তির আগে মেহজাবীন বেশ কয়েকটি প্রচারণায় অংশ নেন এবং সেখানে ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন। ছবিটি পরিচালনা করেছেন মাকসুদ হোসাই।

সাবা’ চলচ্চিত্রের গল্পটি একজন তরুণীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে দেখা যায়নিখোঁজ বাবাহুইলচেয়ারে বন্দি মা এবং সীমাবদ্ধতায় ঘেরা জীবনে 'সাবা'র লড়াই-সংগ্ৰাম। এই 'সাবা'র চরিত্রেই অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।

মেহজাবীন জানানএটি শুধু মা-মেয়ের গল্প নয়ছোটোবেলায় ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা তাদের জীবনকে পুরোপুরি পাল্টে দেয়। তার বিশ্বাসছবিটি দর্শকের মনে এক বিশেষ অনুভূতির জন্ম দেবে।

আনন্দভুবন ডেস্ক