‘বুঝে শুনে’ পথ চলছেন নাজনীন নাহার নীহা

28 Sep 2025, 02:03 PM আকাশলীনা শেয়ার:
‘বুঝে শুনে’ পথ চলছেন নাজনীন নাহার নীহা

বর্তমান সময়ের ছোটো পর্দার প্রিয় মুখ নাজনীন নাহার নীহা অল্প সময়েই নাটকে নিজের একটি দৃঢ় অবস্থান তৈরি করেছেন। স্বল্প সংখ্যক নাটকে অভিনয় করেও তিনি খুব দ্রুত দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। তার সৌন্দর্য, গ্ল্যামার, অভিব্যক্তি এবং সাবলীল অভিনয় সব মিলিয়ে তিনি এখন নির্মাতাদের কাছে এক নির্ভরযোগ্য নাম। বিশেষ করে, চলতি বছর তার অভিনীত কাজগুলো দর্শকমহলে দারুণ সমাদৃত হয়েছে। জিয়াউল ফারুক অপূর্ব’র বিপরীতে তার অভিনীত ‘মন দুয়ারী’, ‘প্রিয় প্রজাপতি’, ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’, ফারহান আহমেদ জোভানের সাথে ‘বেঈমান’, ‘সহযাত্রী’, ‘মায়াবতী’, ‘মিথ্যে প্রেমের গল্প’, তৌসিফ মাহবুবের বিপরীতে ‘চুপকথা’ এবং ইয়াশ রোহানের বিপরীতে ‘উইশকার্ড’ নাটকগুলো তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে। এই কাজগুলোর মাধ্যমেই তিনি অনেকের প্রিয় অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিয়েছেন। তবে, ক্যারিয়ারের এই পর্যায়ে আসতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। তার অভিনয় দক্ষতা, কাজের প্রতি আন্তরিকতা, আর পরিশ্রমের ফলে আজকের এই অবস্থানে আসতে পেরেছেন। এখন তিনি বুঝে শুনে পথ চলছেন। ভালো গল্পের নাটক না হলে অভিনয়ে আগ্রহী হচ্ছেন না। এখন পর্যন্ত তাকে শুধু ভালো মানের ও বড়ো আয়োজনের নাটকেই দেখা গেছে, তিনি এই ধারা অব্যাহত রাখলে তার জনপ্রিয়তা আরো বেড়ে যাবে।

আনন্দভুবন ডেস্ক