প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বাড়ির নাম শাহানা’

23 Sep 2025, 03:02 PM মুভিমেলা শেয়ার:
প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘বাড়ির নাম শাহানা’

বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল লীসা গাজী পরিচালিত চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। গত ১৭ সেপ্টেম্বর, ২০২৫ মঙ্গলবার দেশের ৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেয়েছে।

এটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত শক্তিশালী গল্পের চলচ্চিত্র। এটি মূলত একজন নারীর স্বাধীনভাবে বেঁচে থাকার স্বপ্ন এবং সংগ্রামের গল্প। সিনেমার প্রধান চরিত্র দীপা, যার জীবন গত শতকের নয়ের দশকের রক্ষণশীল মফস্বল থেকে শুরু হয়। কৈশোরে করা একটি জেদের কারণে তাকে পরিবারের চাপে ইংল্যান্ড প্রবাসী একজন বিপত্নীকের সঙ্গে ট্রাঙ্ক কলে বিয়ে করতে হয়। এরপর দীপা একাই লন্ডনে পাড়ি জমায়, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক কঠিন বাস্তবতা। দীপা কি পারবে একাই সেই কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে? এই প্রশ্নের উত্তর জানতে হলে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে।

সিনেমাটির মূল চরিত্রে দীপার ভূমিকায় অভিনয় করেছেন আনান সিদ্দীকা। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক লীসা গাজী এবং প্রধান অভিনেত্রী আনান সিদ্দিকা। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন যোহায়ের মুসাভভির এবং সংগীত পরিচালনা করেছেন সোহিনী আলম। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ। সিনেমাটির বেশিরভাগ দৃশ্য বাংলাদেশের মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সবগু দৃশ্যই প্রাকৃতিক পরিবেশে চিত্রায়িত করা হয়েছে। বিশেষ করে, কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে, যা চলচ্চিত্রটিকে আরও বাস্তবসম্মত করে তুলেছে।

এটি পরিচালক লীসা গাজী নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। তার এই প্রথম কাজটিই আন্তর্জাতিক অঙ্গনে দারুণ সাড়া ফেলে।