গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শবনম বুবলী অভিনীত ‘জংলি’ সিনেমা। মুক্তির পর থেকেই সিনেমাটি বেশ ভালো চলেছে। এবারের কোরবানি ঈদেও বুবলীর নতুন ছবি ‘সর্দারবাড়ির খেলা...’ মুক্তি পাবে। এরিমধ্যে, নতুন আরেকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বুবলী। শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে চলছে নতুন সিনেমাটির দৃশ্য ধারণ। ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘শাপলা শালুক’। সিনেমাটি পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। ছবির নাম পরিবর্তন হতে পারে। বুবলীর বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।
নির্মাতা সূত্রে জানা যায, সিনেমাটি অ্যাকশন, রোমান্টিক এবং পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের। কিছুটা ক্লাসিক্যাল ঘরানার ছোঁয়াও রয়েছে।
সিনেমাটিতে সজল-বুবলী ছাড়াও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল, বাপ্পী প্রমুখ।