ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

22 Feb 2023, 03:37 PM জন্মদিন শেয়ার:
ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ

লেখক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ফরিদুর রেজা সাগর ১৯৫৫ খ্রিষ্টাব্দের ২২ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক। তার বাবা মো. ফজলুল হক একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক ছিলেন। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার মা। ফরিদুর রেজা সাগর বাল্যবয়সে তার বাবার পরিচালনায় প্রেসিডেন্ট নামে শিশুতোষ চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি জড়িত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের বিভিন্ন শিশুতোষ অনুষ্ঠানের সঙ্গেও। তিনি দারুচিনি দ্বীপ [চলচ্চিত্র-২০০৭], স্বপ্নডানায় [২০০৭], আমার বন্ধু রাশেদ [২০০৯], থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার [২০০৯], ঘেটুপুত্র কমলা [২০১২], জালালের গল্প [২০১৪] ইত্যাদি চলচ্চিত্র প্রযোজনা করেছেন। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার ও গণমাধ্যম শাখায় একুশে পদকসহ দেশি-বিদেশি বেশ কয়েকটি পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

তিনি বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। টিভি অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি তার লেখা নাটক টেলিভিশনে সম্প্রচার হয়েছে। লিখেছেন শতাধিক গ্রন্থ। তার লেখা ছোটো কাকু সিরিজ ছোটো বড়ো সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে। বড়োদের জন্যেও তিনি বহু বই লিখেছেন। ভ্রমণকাহিনীÑ ভ্রমণ ভ্রমিয়া শেষে ছাড়াও বাংলাদেশের টেলিভিশন ব্যবস্থা নিয়ে তথ্যভিত্তিক স্মৃতিকথামূলক গ্রন্থ এক জীবনে টেলিভিশন, টেলিভিশন জীবনের সঙ্গী, টেলিভিশন আরেক জীবন, ও টেলিভিশন ভাবনা তার চারটি বই পাঠক মহলে ব্যাপক প্রশংসা পায়। তার লেখা এক জীবনে টেলিভিশন বইটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে।  

আজ ফরিদুর রেজা সাগরের জন্মদিন। বিশেষ এই দিনটিতে আনন্দভুবনের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা।