পোড়খাওয়া চরিত্রে অভিনয় করতে ইচ্ছে করে - বিনয় ভদ্র

05 Jan 2021, 02:33 PM মিনি ইন্টারভিউ শেয়ার:
পোড়খাওয়া চরিত্রে অভিনয় করতে ইচ্ছে করে - বিনয় ভদ্র

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তির সুযোগ হয়েছিল অভিনেতা বিনয় ভদ্রের। তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসেন তখন টিএসসিতে নাটক দেখে, নাটকের প্রেমে পড়ে যান। তখনই সিদ্ধান্ত নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন। সুযোগ হয়ে যায় সংস্কৃত বিভাগে। ১৯৮৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ‘নাট্যচক্র’র সঙ্গে। এখনো আছেন তবে আগের মতো নয়। টেলিভিশনে তাকে প্রথম দেখা যায় ম. হামিদের প্রযোজনায় ‘আমি নই’ নাটকে এবং ধারাবাহিকে প্রথম দেখা যায় ফাল্গুনী হামিদের নির্দেশনায় ‘মন হারাবার দিন’ নাটকে। আনন্দভুবনের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এবারে থাকছেন অভিনয়শিল্পী বিনয় ভদ্র ...


আনন্দভুবন : কেমন আছেন ?

বিনয় ভদ্র : একটু অসুস্থ, তবে এখন ভালোই আছি।

আনন্দভুবন :  ঈদের ছুটি কেমন কাটালেন ?

বিনয় ভদ্র : ঈদের ছুটি মোটামুটি ভালোই কাটিয়েছি। তবে, শারীরিক অবস্থা ভালো ছিল না। পরিবার নিয়ে চট্টগ্রামে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে কক্সবাজার যাওয়ার কথা ছিল, অসুস্থতার কারণে যাওয়া হয়নি।

আনন্দভুবন : সম্প্রতি ব্যস্ততা কেমন ?

বিনয় ভদ্র : অভিনয় নিয়েই ব্যস্ততা চলছে তবে বেশি না, আবার কমও না। বিজ্ঞাপনের কাজ করছি, খÐনাটক, ধারাবাহিক নাটকে কাজ করছি। ‘নোয়াশাল’, ‘রসের হাড়ি’, ‘চিটিং মাস্টার’-এ অভিনয় করছি। ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে কাজ করেছি কয়েকদিন আগে। সৈয়দ আওলাদ হোসেনের পরিকল্পনায় স্বাস্থ্য সচেতনতামূলক একটি নাটকে কাজ করেছি।

আনন্দভুবন : কোন ধরনের গান শুনতে ভালো লাগে ?

বিনয় ভদ্র : আমার সব সময়ের জন্য আধুনিক গান ভালো লাগে।

আনন্দভুবন : সম্প্রতি কোনো বই পড়া হয়েছে কি ?

বিনয় ভদ্র : একটা বই পড়ছি তার নাম হলো ‘এ পথ তোমার নয়’ পদ্ম আলমের লেখা। এই বইটি একুশের বইমেলায় প্রকাশ হয়েছে। মাঝে বেশ কিছুদিন বই পড়া হয়নি। এখন আবার শুরু করেছি।

আনন্দভুবন : সম্প্রতি কোনো সিনেমা দেখা হয়েছে ?

বিনয় ভদ্র : সময়ের অভাবে সিনেমা দেখা হচ্ছে না।

আনন্দভুবন : প্রিয় লেখক কে ?

বিনয় ভদ্র : আমার প্রিয় লেখক যিনি, তিনি আসলে চলে গেছেন আমাদের ছেড়েÑ হুমায়ূন আহমেদ।

আনন্দভুবন : কোথায় ঘুরে বেড়াতে ভালো লাগে ?

বিনয় ভদ্র : আমার যেকোনো গ্রাম ভালো লাগে। সবুজে ঘিরে থাকতে ইচ্ছে করে। ছেলেবেলায় আমরা যে গ্রামটাকে দেখেছি সেই গ্রাম দেখতে ভালো লাগে। 

আনন্দভুবন : তরুণ প্রজন্মের মধ্যে কার অভিনয় ভালো লাগে ?

বিনয় ভদ্র : তৌসিফের অভিনয় আমার বেশ ভালো লাগে।

আনন্দভুবন : প্রিয় অভিনয়শিল্পী ?

বিনয় ভদ্র : ফজলুর রহমান বাবুর অভিনয় অসাধারণ। সার্বিক অর্থে অভিনয়ের কথা বলতে হলে তিনি প্রিয় অভিনয়শিল্পী।

আনন্দভুবন : পত্রিকার জন্য সাক্ষাৎকার দিতে কেমন লাগে ?

বিনয় ভদ্র : অভ্যেসটা আসলে খুব কম। বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছি তাও অনেক আগে, তবে ভালো লাগে সাক্ষাৎকার দিতে। 

আনন্দভুবন : মঞ্চ মিস করেন কি ?

বিনয় ভদ্র : অনেক মিস করি, ভাষায় প্রকাশ করার মতো নয়।

আনন্দভুবন : কোন ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে ?

বিনয় ভদ্র : পোড়খাওয়া চরিত্রে অভিনয় করতে ইচ্ছে করে। এ-ধরনের চরিত্র একদমই পাই না। কমেডি চরিত্র পাই। তবে, কমেডিও ভালো লাগে।

আনন্দভুবন : ভবিষ্যৎ পরিকল্পনা কি ?

বিনয় ভদ্র : আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না। বর্তমান নিয়ে বেঁচে থাকি।

আনন্দভুবন : অনেক ধন্যবাদ।

বিনয় ভদ্র : আনন্দভুবনকেও অনেক ধন্যবাদ। 

সাক্ষাৎকার : সোহান আহামেদ