তোয়াব খানের স্মরণে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

04 Oct 2022, 01:45 PM শ্রদ্ধাঞ্জলি শেয়ার:
তোয়াব খানের স্মরণে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

তোয়াব খানের আদর্শ অনুসরণ করে সৎ-নির্ভীক সাংবাদিকতার চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কাজ করে যাওয়ার আহ্বান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন। একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক০, ভাষাসংগ্রামী ও মহান মুক্তিযুক্তের শব্দসৈনিক তোয়াব খানের প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশিষ্টজনসহ সর্বস্তরের মানুষ। ‘জাতির শ্রদ্ধাঞ্জলি’ শিরোনামে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এ আয়োজনে শ্রদ্ধা নিবেদন করেন মরহুমের সহকর্মী, স্বজন এবং বিশিষ্টজনেরা। তারা বলেছেন, ‘তোয়াব খানের চলে যাওয়া মানে একটি অধ্যায়ের সমাপ্তি। তোয়াব খানের মৃত্যুতে সাংবাদিকতা জগতে শূন্যতার সৃষ্টি হলো।’ মহান মুক্তিযুদ্ধে তোয়াব খানের ভূমিকার কথা স্মরণ করে বিশিষ্টজনেরা বলেন, ‘স্বাধীনতাবিরোধী অপশক্তির অপতৎপরতা প্রতিরোধে তাঁর সুদৃঢ় অবস্থানের কথা চিরস্মরণীয় হয়ে থাকবে।’ ‘দৈনিক বাংলা’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তোয়াব খান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রতি কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের শুরুতে গার্ড অব অনার দেয় ঢাকা জেলা প্রশাসন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে তোয়াব খানকে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এরপর শ্রদ্ধা নিবেদন করেন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ। ‘তোয়াব খানের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি’ নিবেদনের এ আয়োজনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্সহ জোট নেতাদের সাথে ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সাংবাদিক এবং সংস্কৃতিজনেরা। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পয়লা অক্টোবর শনিবার দুপুরে ৮৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দেশের ঐতিহাসিক বহু অধ্যায়ের সাক্ষী তোয়াব খান।
সংবাদ বিজ্ঞপ্তি