বিজয়ী মেয়েদের অভিনন্দন

20 Sep 2022, 02:13 PM ক্রীড়াভুবন শেয়ার:
বিজয়ী মেয়েদের অভিনন্দন

বাংলাদেশের মেয়েরা ঘরে থাকবে, সংসার সামলাবে- সামাজিক বাস্তবতা এমনই। যেখানে ঘরের বাইরে বের হওয়াই বিরাট ঘটনা সেখানে মাঠে নেমে ফুটবল খেলা তো প্রায় স্বপ্নের মতোই ছিল। পরিবারের, সমাজের নানাবাধা পেরিয়ে, বিরূপ মন্তব্য উপেক্ষা করে ফুটবলের মাঠে নেমেছেন সাবিলা মারিয়ারা। এদের অনেকেই জীবিকা হিসেবে বেছে নিয়েছেন ফুটবলকে। ক্ষুধা ও দারিদ্র্যের সঙ্গে লড়াই করা গ্রামবাংলার দূরন্ত মেয়েরাই জয় করেছে হিমালয়, জয় করেছে দক্ষিণ এশিয়া। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে পরাজিত করে শ্রেষ্ঠত্বের শিরোপা পরেছেন বাংলাদেশের সাবিনার দল। কাঠমুণ্ডুর দশরথ স্টেডিয়ামের ১৫ হাজার দর্শকের ‘নেপাল নেপাল’ ধ্বনির সমুদ্রসম গর্জনকে পাত্তা না দিয়ে বাধার পাহাড় পেরুলেন কৃষ্ণা, শামসুন্নাহাররা। বাংলাদেশের পক্ষে তিনটি গোলের দুইটি করেন কৃষ্ণা রানি সরকার, আর অন্যটি করেন শামসুন্নাহার।

বাংলাদেশের মেয়েদের অভূতপূর্ব জয়ে অভিভূত পুরো বাংলাদেশ।পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা [আটটি] এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন রুপনা চাকমা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিটাও অর্জন করেছে সোনার মেয়েরা।

বাংলাদেশের মেয়েদের এই জয় বাংলাদেশেরই জয়। অভিনন্দন বাংলার মেয়েদের। জয়তু নারী ফুটবল দল।