গোবর উৎসব

23 Mar 2022, 03:38 PM ভুবনবিচিত্রা শেয়ার:
গোবর উৎসব

কেউ যদি আপনার গায়ে গোবর ছুড়ে মারে, তাহলে কেমন লাগবে ? নাক সিটকাবেন নিশ্চয়ই। কিন্তু যদি বলি গোবর অন্যের গায়ে ছুড়ে মারার উৎসবই রয়েছে পৃথিবীতে তবে ? দূরে কোথাও যাওয়া লাগবে না, আমাদের প্রতিবেশী দেশ ভারতেই হয় এই অদ্ভুত উৎসব।

স্পেনে যেমন পরস্পরের প্রতি টমেটো ছোড়াছুড়ি উৎসব আছে, নাম ‘লা তোমাতিনা’। ভারতের তামিলনাড়ু রাজ্যের গোমাতা পুরমের বীরেশ্বরা মন্দিরের কাছে হয় ‘গোরাইহাব্বা’ নামের গোবর ছোড়াছুড়ির উৎসব।

এই উৎসবে গোরুর কাঁচা গোবর এনে এক জায়গায় জমা করা হয়। তারপর সেই গোবর ছোড়াছুড়িতে মেতে ওঠে সবাই। স্থানীয়দের বিশ্বাস গোরুর গোবর গায়ে মাখলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ভালো স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।

উৎসবে অংশ নেওয়া প্রভু নামের এক স্থানীয় তরুণ বলেন, তাদের গোবর ছোড়াছুড়ি দেখে অনেকেই মনে করেন এতে শরীরে সংক্রমণ

ছড়ায়। কিন্তু তার দাবি, গোরুর গোবরে প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে। তাই ভগবান বীরেশ্বরার ওপর বিশ্বাস রেখে এই গোবর উৎসবে

মেতে ওঠেন তারা। এতে তাদের কোনো ধরনের অসুখ বা সংক্রমণ

হয় না। 

লেখা : ফাতেমা ইয়াসমিন