কনে কেক

03 Jan 2021, 01:57 PM ভুবনবিচিত্রা শেয়ার:
কনে কেক

দুবাইয়ের বিয়ের ফ্যাশন শোর আসরে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে দামি কেক। একদম কনের আকৃতির এই কেকটি দেখতে অবিকল এক নববধূর মতো। শরীরের বিভিন্ন স্থানে রয়েছে হীরা দিয়ে তৈরি অলঙ্কার। আরবীয় ফ্যাশনে সাজের এই কনে কেক সাজাতে ৫০০’র বেশি ফুল আঁকা হয়েছে কনের শাড়িতে। ৬ ফুট লম্বা এই কেক কনেকে বানাতে সময় লেগেছে ১০ দিন, লেগেছে ১ হাজার ডিম ও ২০ কেজি চকোলেট। এটি বানিয়েছিলেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ডেবি উইনহাম। কেকটির ওজন ছিল ১২০ কেজি আর দাম রাখা হয় ১ মিলিয়ন ডলার। কনে কেকটি এতটাই জীবন্ত ছিল যে কেউ বিশ্বাসই করতে পারেননি এটি একটি কেক।


পুরুষের দুটি বিয়ে করা বাধ্যতামূলক

উপরের লাইনটি পড়ে আমাদের দেশের পুরুষদের খুশি হওয়ার কোনো কারণ নেই। এটি আমাদের দেশের জন্য প্রযোজ্য নয়।

আফ্রিকা মহাদেশের একটি দেশ ইরিত্রিয়া এখানে প্রত্যেক পুরুষকে দুটি বিয়ে করতে হয়। দু’জন স্ত্রী রাখার অনন্য এক আইন রয়েছে এখানে। কোনো পুরুষ যদি না চায় ২য় বিয়ে করতে তাহলে তার আর রেহাই নেই। খেতে হবে জেলের ভাত। আসলে এই আইনটির পিছনে রয়েছে এক কারণ। ইথিওপিয়ার গৃহযুদ্ধের কারণে সেখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি। তাই পুরুষদের দুটি বিয়ে করা আইন করা হয়েছে। নারীদের জন্যও রয়েছে কঠোর আইন। নারীরা স্বামীদেরকে অন্য বিয়েতে বাধা দিতে বা আটকাতে পারবে না। বিয়েতে বাধা দিয়ে তাদেরকেও কারাভোগ করতে হবে।