কাজের ফাঁকে কেয়া পায়েলের ভ্রমণ

25 Sep 2025, 04:21 PM আকাশলীনা শেয়ার:
কাজের ফাঁকে কেয়া পায়েলের ভ্রমণ

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তাঁর অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ভ্রমণের জন্যও সময় বের করে নিচ্ছেন। নাটকে জনপ্রিয়তা ও ব্যস্ততা বাড়লেও তিনি একটানা অভিনয় করতে চান না। তাই কাজের ফাঁকে কিংবা ছুটি নিয়ে সুযোগ পেলেই বেরিয়ে পড়ছেন ভ্রমণে।

তার মতে, “ভ্রমণে থাকলে কাজের গতি আরও বাড়ে। এ বছর তিনি যুক্তরাষ্ট্রকানাডা ও নেপালে ঘুরে বেড়িয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভ্রমণের ছবি ও ভিডিওগুলো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

বিভিন্ন দেশ ভ্রমণ করলেও অভিনয়ে তাঁর ব্যস্ততা কিন্তু একটুও কমেনি। সম্প্রতি তিনি মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প’-তে অভিনয় করেছেন। পাশাপাশি আরও কয়েকটি একক নাটকের কাজও সেরেছেন। কাজের প্রতি তাঁর এই আগ্রহ আর ভ্রমণের নেশা মিলিয়ে বছরটি তাঁর খুব সুন্দর কাটছে।

আনন্দভুবন ডেস্ক