আলোচিত তারকা : ২০২৪

28 Jan 2025, 03:10 PM আকাশলীনা শেয়ার:
আলোচিত তারকা : ২০২৪


এরই মধ্যে পুরাতন বছর ২০২৪ বিদায় নিয়ে নতুন বছর ২০২৫ খ্রিষ্টাব্দ সামনে চলে এসেছে। শোবিজ অঙ্গনে বছরটি ছিল বেশ ঘটনাবহুল। নাটক, চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা প্রবাহে অনেকেই আলোচিত-সমালোচিত হয়েছেন। তারকাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের এসব ঘটনা নিয়েই সাজানো এবারের আয়োজন...


নিলয়-হিমি

একের পর এক নাটকে জুটি বেঁধে অভিনয় করে বছর জুড়ে আলোচনায় ছিলেন কোটি দর্শকের প্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এই জুটির কমেডি নাটকগুলো অসংখ্য দর্শকের হৃদয় জয় করে নিয়েছে। বছরের শেষ প্রান্তে এসেও ছোটোপর্দার জুটি হয়ে দেখা দিয়েছে তারা। এই জুটিকে নিয়ে নির্মিত ‘শান্তি নাই’ নাটকটি দর্শক খুব পছন্দ করেছেন। এছাড়া চলতি বছর বহু কমেডি নাটকে অভিনয় করে আলোচনায় ছিলেন নিলয়-হিমি জুটি।


তাসনিয়া ফারিণ

চলতি বছরটা যেন তাসনিয়া ফারিণের পক্ষেই ছিল। চলতি বছর শোবিজে বেশি আলোচনায় ওয়েবফিল্ম ‘অসময়’ ও ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে তাসনিয়া ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি। এছাড়া এবছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই তারকার ‘ফাতিমা’ সিনেমা। এতে অভিনয়ের জন্য ইরানের ‘ফজর’ উৎসবে পুরস্কৃত হন এই জনপ্রিয় অভিনয়শিল্পী। কলকাতার সিনেমায় বছরের শেষের দিকে দেবের বিপরীতে অভিনয়ের খবরেও বেশ আলোচনায় আসেন তিনি।


মেহজাবীন চৌধুরী

ছোটোপর্দার লস্যময়ী অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। চলতি বছরের দ্বারপ্রান্তে এসে ‘প্রিয় মালতী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে মেহজাবীন চৌধুরীর। ওয়েব ফ্লিম ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ সিনেমা নিয়ে বুসানসহ বিশ্বের একাধিক নামকরা চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি।


মোশাররফ করিম

ছোটোপর্দার জনপ্রিয় মুখ মোশাররফ করিম। কমেডি ও সিরিয়াস নাটকে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষ চলে এসেছেন এই তুখোড় অভিনেতা। চলতি বছর ‘বোয়াল মাছের ঝোল’, ‘খাসির পায়া’, ‘হাঁসের সালুন’ ৩টি গল্প নিয়ে ‘আধুনিক বাংলা হোটেল’ নামে ভৌতিক গল্পের সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন মোশাররফ করিম।

তানজিম সাইয়ারা তটিনী

ছোটোপর্দার জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ের মধ্যেই তিনি হাজারো দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যার হাসিতে মুগ্ধ হালের দর্শকরা। চলতি বছর তার অসংখ্য নাটক মুক্তি পেয়েছে। এর মধ্যে ‘পথে হলো দেরী’, ‘দত্তক’সহ বেশকিছু নাটক দর্শক হৃদয় নাড়া দিয়েছে।


জিয়াউল ফারুক অপূর্ব

বছর জুড়ে বিভিন্ন নাটকে অভিনয় করে আলোচনায় ছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। বছরের শেষের দিকে এসে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তার অভিষেক হয়। এছাড়াও এ-বছর বেশি আলোচনায় ছিলেন ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’ দিয়ে।


সাদিয়া আয়মান

ছোটোপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। তিনি এ-বছর তিনটি বিতর্কিত কা- ঘটিয়ে বেশ সমালোচনায় ছিলেন। এক সাংবাদিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পাশাপাশি প্রেমসংক্রান্ত বিষয়েও সমালোচিত হন এ অভিনেত্রী। এছাড়া তার একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য লাইভে এসে বিভ্রান্তি ছড়ান এবং পরবর্তীসময়ে ক্ষমাও চান তিনি।

সাবিলা নূর

বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর। বহু দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। চলতি বছর ‘গোলাম মামুন’ সিরিজে অভিনয় করে আলোচনায় ছিলেন সাবিলা নূর।


সাফা কবির, তানজিন তিশা ও টয়া

বছর শেষে মাদককা-ে জড়িয়ে ব্যাপক সমালোচিত হন ছোটোপর্দার তিন অভিনেত্রী সাফা কবির, তানজিন তিশা ও মুমতাহিনা টয়া। গ্রেফতারকৃত এক মাদক ব্যবসায়ীর মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ গ্রুপে এ তিন অভিনেত্রী মাদক কেনার তথ্য সংরক্ষিত ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন তারা।

এছাড়া ওটিটির কাজ নিয়ে বছর জুড়ে আলোচনায় ছিলেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী, নাসিরউদ্দিন খান, ইন্তেখাব দিনার, রাফিয়াথ রশিদ মিথিলা, নাজিয়া হক অর্ষারা। আর নাটক এবং ওটিটিতে নতুনদের মধ্যে আলো ছড়িয়েছেন সামিরা খান মাহি, তানজিম সাইয়ারা তটিনী, তানিয়া বৃষ্টি, নাজনীন নীহা, সাদিয়া আয়মান, আইশা খান, খায়রুল বাসার, ইয়াশ রোহানসহ বেশ কয়েকজন। 

প্রতিবেদন : শহিদুল ইসলাম এমেল