তানিয়া বৃষ্টি তবে কি বিসর্জনেই অর্জন

20 Oct 2024, 02:27 PM আকাশলীনা শেয়ার:
তানিয়া বৃষ্টি  তবে কি বিসর্জনেই অর্জন


২০১২ খ্রিষ্টাব্দ থেকে ‘ভিট চ্যানেল আই’ তারকা হিসেবে মিডিয়ায় পথচলা শুরু করেন তানিয়া বৃষ্টি। এরপর থেকে পেছন ফিরে আর তাকাতে হয়নি তাকে। গল্পের প্রয়োজনে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। একের পর এক ধারাবাহিক, সিঙ্গেল নাটক, বিজ্ঞাপনচিত্র, সিনেমায় অভিনয় করে হাজারো ভক্তের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন এই অভিনয়শিল্পী। নিজের সহজাত অভিনয় দক্ষতা দিয়ে সামনে এগিয়ে চলছেন তিনি। দিন দিন তাকে নিয়ে কাজ করার আগ্রহও বাড়ছে নির্মাতাদেরও। এবারের আকাশলীনা আয়োজনে তানিয়া বৃষ্টিকে নিয়ে লিখেছেন শহিদুল ইসলাম এমেল...



বর্তমান সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টিকে নিয়ে কাজ করতে নির্মাতাদের আগ্রহ দিন দিন বাড়ছে। সহশিল্পীরাও তার কাজের প্রশংসা করছেন। যার কারণে তানিয়া বৃষ্টি ব্যস্ত সময় পার করছেন। বর্তমান প্রজন্মের এই অভিনয়শিল্পী নিজের অভিনয় দক্ষতার গুণে অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। বর্তমানে সিঙ্গেল নাটকের শুটিং নিয়ে ব্যস্ত দর্শকনন্দিত অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টি। বলতে গেলে এখন ক্যারিয়ারের সুসময় পার করছেন তিনি।

এবার দুর্গাপূজা উপলক্ষে ‘বিসর্জনে অর্জন’ নামে একটি সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

১১ অক্টোবর, ২০২৪ রাত সাড়ে দশটায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় নাটকটি। তানিয়া বৃষ্টি জানান, তাকে ঘিরেই মূলত নাটকের গল্প আবর্তিত হয়েছে। নাটক প্রসঙ্গে তিনি বলেন, “নাটকে আমার চরিত্রের নাম হচ্ছে ‘নিতু’, যে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ‘নিতু’কে নিয়েই নাটকের গল্প। এটি পূজার নাটক, তাই এখানে একজন সনাতনধর্মী মেয়ের নানারকম সঙ্কটের দিক তুলে ধরা হয়েছে।”

নাটকের গল্পে দেখা যায় ‘নিতু’ সনাতনধর্মী হওয়ার কারণে অফিসের কলিগরা তাকে প্রায়শই হেনস্তা করে। তার সঙ্গে কলিগরা অন্যরকম আচরণ করে। নিতুর ওরকম আচরণ মানতে খুব কষ্ট হয়। দুর্গাপূজার ছুটিতে সে বাড়ি যাবে, কিন্তু অফিসের কলিগরা বিভিন্নভাবে চেষ্টা করে নিতু যেন ছুটি নিয়ে বাড়ি যেতে না পারে। সেজন্য পরিকল্পিতভাবে তাকে কাজ দিয়ে চাপে রাখা হয়। কিন্তু অফিসের বস চান সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে রাখতে। এদিকে অফিসের কলিগ শান্তর সঙ্গে নিতুর রয়েছে প্রেমের সম্পর্ক। কিন্তু তাতেও বিপত্তি ঘটে। প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছে নিতুর মা। এরকম এক পরিস্থিতিতে কী করবে নিতু। নতুন এক সঙ্কটের মধ্যে পড়ে সে। এভাবেই এগিয়ে যায় এবারের দুর্গাপূজায় প্রচারিত ‘বিসর্জনে অর্জন’ নাটকের গল্প। এদিকে মাস কয়েক আগে প্রচারিত ‘চোখটা আমাকে দাও’ নামের একটি নাটকে সাহসী চরিত্রে অভিনয় করেন তিনি। ওই নাটকে একজন পতিতার চরিত্রে অভিনয় করেন তানিয়া বৃষ্টি। নাটকটি প্রচারিত হওয়ার পর থেকেই হাজারো ভক্ত-দর্শকের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।

‘চোখটা আমাকে দাও’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। এমন একটি গল্পের চরিত্রে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত তানিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তানিয়া বলেন, ‘এটি আমার খুবই প্রিয় একটি নাটক। ব্যতিক্রমী চরিত্রটিতে অভিনয়ের জন্য যথেষ্ট প্রস্তুতিও ছিল। আমার অত্যন্ত প্রিয় একজন পরিচালক সাগর ভাই। এটা ছাড়াও তার নির্দেশনায় এর আগেও বেশকিছু চমৎকার গল্পের নাটকে অভিনয় করেছি। তার প্রতি আমি ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সহশিল্পী জোভান আহমেদের প্রতিও। ধন্যবাদ নাটক সংশ্লিষ্ট পুরো ইউনিটকে। নাটকের এই ব্যতিক্রমী চরিত্রে অভিনয়ের জন্য দর্শক ও শুভাকাক্সক্ষীদের কাছ থেকে বেশ প্রশংসা পেয়েছি এবং এখনো পাচ্ছি। নির্মাতারাও অনেক প্রশংসা করছেন। আগামীদিনে আরো ভালো ভালো ব্যতিক্রমী গল্পের চরিত্রে অভিনয়ের প্রতি আমার মনোযোগ থাকবে।’

‘ঘাসফুল’ সিনেমায় অভিনয়ের মধ্যে দিয়ে ক্যারিয়ার শুরু হয়েছিল তানিয়া বৃষ্টির। পরে ছোটোপর্দায় নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘লতিফ দপ্তরি’, ‘আইসিইউ’, ‘কাছের মানুষ’ ও ‘জায়গায় খায় জায়গায় ব্রেক’-এর মতো নাটকে অভিনয় করে বেশ পরিচিতি লাভ করেন তিনি।

তানিয়া বৃষ্টি অভিনয় শুরু করেছিলেন মূলত মায়ের উৎসাহে আর নিজের ইচ্ছায়। নাটকের পাশাপাশি বেশ কিছু বিজ্ঞাপনচিত্র এবং সিনেমায়ও অভিনয় করেন তিনি। গ্রামীণফোন, এশিয়ান টাউন, সিটি ব্যাংক, এসিআই, ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট, আকাশ ডিটিএইচ-এর বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তানিয়া।

ভারতের ‘পুনে শর্টস ইন্টারন্যাশনাল ফিল্ম ফ্যাস্টিভ্যাল’, ‘সিন্ধুড্রাগ ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’ ও ‘সানফেস্ট ইন্টারন্যাশনাল শর্টস ফিল্ম ফ্যাস্টিভ্যাল’-এ তানিয়া অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অভিনেতা’ প্রদর্শিত হয়েছে।

তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ঘাসফুল’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘যদি তুমি জানতে’ ও ‘গোয়েন্দাগিরি’।