চ্যানেল আইতে টেম্পেস্ট নাটক দেখার আমন্ত্রণ

30 Jul 2024, 02:42 PM আকাশলীনা শেয়ার:
চ্যানেল আইতে টেম্পেস্ট নাটক দেখার আমন্ত্রণ
আগামী কাল সকাল ১১.২৫ মিঃ চ্যানেল আই তে’ঢাকা থিয়েটার’র সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘টেম্পেস্ট’ নাটকটি প্রচারিত হবে। ২০১২ খ্রিষ্টাব্দে কক্সবাজার সমুদ্র সৈকতে একটি সাম্পানের সেট নির্মাণ করে সাম্পানের উপর সূর্যাস্তরের কালে নাটকটি মঞ্চায়িত হয়। নাটকটি চ্যানেল আই সেই স্মরণীয় সময়টি ধারণ করে। প্রায় ১২ বছর পর টিভিপর্দায় দেখানো হচ্ছে। আরো উল্লেখ্য ২০১২ খ্রিষ্টাব্দে রামুতে সংগঠিত সাম্প্রদায়িক দাঙ্গার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা থিয়েটার ‘ধাবমান’ নাটকটি দাঙ্গায় বিধ্বস্ত জনপদে প্রায় কয়েক হাজার বৌদ্ধ-হিন্দু-মুসলিম দর্শকের সামনে মঞ্চস্থ করে। সে সময় টেম্পেস্ট নাটকটি সমুদ্র সৈকতে মঞ্চায়ন করা হয়। চ্যানেল আই’র ফরিদপুর রেজা সাগর ঢাকা থেকে রামু-কক্সবাজার যাওয়া-আসা থাকা-খাওয়া নাটক দুটির মঞ্চায়ন খরচ-সহ সকল ব্যয় বহন করেছিলেন। রামু ও কক্সবাজারের সেই অসাধারণ স্মৃতি অমলিন থাকবে চিরজীবন। ঢাকা থিয়েটার’র রামুর মানবিক কাজ ও সমুদ্র সৈকতে নাটক মঞ্চায়নের স্বপ্নময় স্মৃতি স্মারক কাল সকালে ৩১ জুলাই ২০২৪  চ্যানেল আই’র পর্দায় দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু ।