সিনেপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনসহ দেশের মোট ২২টি প্রেক্ষাগৃহে ২ জুন ২০২৩ শুক্রবার মুক্তি পেয়েছে পলিটিক্যাল থ্রিলারধর্মী সিনেমা ‘সুলতানপুর’। চিত্রনায়িকা অধরা খান সিনেমাটিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন। অধরার সঙ্গে নায়ক হিসেবে জুটি বেঁধেছেন সাঞ্জু জন। ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্টের ব্যানারে 'সুলতানপুর' ছবিটি নির্মাণ করেছেন সৈকত নাসির।
সীমান্তের রোমাঞ্চকর গল্প নিয়ে গড়ে উঠেছে 'সুলতানপুর' সিনেমাটি। সম্প্রতি সিনেমার ট্রেলার, ‘জানবে ‘ ও ‘বোকা মন’ শিরোনামের গান দুটি বেশ সাড়া ফেলেছে।
অধরা ও সাঞ্জু ছাড়াও ‘সুলতানপুর’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফারুক সুমন, আশীষ খন্দকার, মৌমিতা মৌ, রাশেদ মামুন অপু, শাহিন মৃধা ও রুমান রুনি প্রমুখ।