২৯ মে, সোমবার গভীর রাতে হঠাৎ তরুণ অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে তিনজন অভিনেত্রীর কয়েকটি স্থিরচিত্র ও ভিডিও প্রকাশ পায়। সেগুলো রাজের ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ প্রসঙ্গে বিগত দুইদিন অভিনয়শিল্পী সুনেরাহ বিনতে কামাল, শরীফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনি কথা বললেও তানজিন তিশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ৩১ মে, বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা ১৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন - দুটি অনুষ্ঠানে অংশ নিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সময়ের তারতম্যের কারণে দেশের খবরাখবর খুব বেশি রাখা হয় না তার। তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ও স্থিরচিত্র তার নজরে এসেছে।
তিনি জানান, ছয়-সাত বছর আগে বন্ধুরা মিলে ভিডিওটি করেছিলেন। তানজিন তিশা বলেন, ‘আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পারসোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। তাই আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশে এতটুকুই বলব, ৬-৭ বছর আগের সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি তানজিন তিশাকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি।’
ফেসবুকে ব্যক্তিগত ভিডিও ও স্থিরচিত্র প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিশা। তিনি লিখেছেন, ‘যিনি এটি আপ করেছেন, বাংলাদেশে ফিরে আমি তার বিরুদ্ধে আইনি উদ্যোগ নিচ্ছি। তবে ইতোমধ্যে অনেকেই ধারণা করতে পারছেন, অনেকের মুখে মুখেও এটি শোনা যাচ্ছে, কে বা কারা এই অপরাধের সঙ্গে জড়িত। আমি এখানে কারোর নাম উল্লেখ করতে চাই না, আমি দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নেব। সেই আইনই বলে দেবে কে বা কারা এই ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে, কে বা কারা এই ভয়ঙ্কর অপরাধে জড়িত।’
শরীফুল রাজের আইডি থেকে ভিডিওগুলো আপ করা হয়েছে উল্লেখ করে তিনি রাজের উদ্দেশে লেখেন, ‘শুধু দুঃখ প্রকাশেই কেন ঘটনা শেষ করতে চাইছ রাজ ? এই যে তোমাকে জড়িয়ে কয়েকটা মেয়ের সম্মান নষ্ট হলো, তাদের ব্যক্তিগত ও ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তুলল সবাই, পরিবারের সামনে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে, এত সিলি সিলি ক্যাপশন দিয়ে বন্ধুত্বপূর্ণ ভিডিওগুলোকেও আপত্তিকর বানানো হলো, এই দায়ভার কি তোমার নয় ? কারণ, তুমিই তো বলেছ তোমার আইডি হ্যাক করা হয়েছে। তোমার দায়িত্বশীলতার জায়গায় তুমি কী করছ ? কেন আইনানুগ ব্যবস্থা নিচ্ছ না ? কেন এর পেছনের মূল হোতাকে খুঁজে বের করছ না ?’
এর আগে অভিনেতা শরীফুল রাজ ফেসবুকে স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানান। সেখানে তিনি লিখেছেন, ‘আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড/অ্যাকসেস এমন কারো কাছে আছে, সে অথবা হ্যাক করে কেউ আমার দীর্ঘকালের বন্ধু ও সহকর্মীদের সঙ্গে নিতান্তই বন্ধুত্বের আড্ডার ঘটনা ফাঁস করে দেয়। যে বা যারা এ কাজ করেছে, তাদের উদ্দেশ্য ছিল আমাদের হেনস্তা করা। হয়তো তারা সফলও হয়েছে। আমি আমার তিন বন্ধু ও সহকর্মীর কাছে শর্তহীন দুঃখ প্রকাশ করছি, যারা আমার খুব ভালো বন্ধু দীর্ঘদিনের। সেই বন্ধুত্বের কোনো লিঙ্গ নেই। আমার কারণে তাদের হেনস্তার শিকার হতে হলো। আমার শুভাকাক্সক্ষী, সমর্থক ও সমালোচকদের কাছেও আমি দুঃখ প্রকাশ করছি বন্ধুদের আড্ডার ঘটনা নোংরা উদ্দেশ্যে ছড়িয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি করা হয়েছে বলে।’
এর আগে ৩০ মে, মঙ্গলবার সংশ্লিষ্ট ভিডিও ও স্থিরচিত্র প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী সুনেরা বিনতে কামাল। তিনি বলেন, ‘বন্ধুদের মজা করা, ফাজলামির মুহূর্তে আরেক বন্ধু এসব ভিডিও ধারণ করেছে। এখন আপনারা ফ্রেন্ডরা মিলে কী কী করেন বলেন ? এগুলোই তো। আমরাও অনেক ফাজলামি করতাম। “ন ডরাই” সিনেমার শুটিংয়ের আগে রিহার্সালের সময়ে এমন ফাজলামি বেশি হতো। তখন আমরা অনেক ভালগার শব্দ ব্যবহার করতাম। আমাদের গল্পের প্রয়োজনে এমন ভালগার শব্দ ব্যবহার করতে হতো। সিনেমাতেও এটা দেখতে পাবেন। তখন আমি চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে ওই লাইফ লিড করতাম।’ তিনিও আইনি প্রদক্ষেপ নেবেন বলে জানান।