বিশ্ব মাদিবস আজ

14 May 2023, 03:18 PM খবর শেয়ার:
বিশ্ব মাদিবস আজ

সারাপৃথিবীর মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় ‘মাদিবস’। সেই হিসেব অনুযায়ী আজ বিশ্ব মাদিবস। পৃথিবীর সব চেয়ে মধুরতম ডাক হচ্ছে ‘মা’। সন্তানের জন্য সব চেয়ে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সন্তানের দুঃখে-কষ্টে সবসময় পাশে থাকে সেই নামটি হচ্ছে মা। ১৯০৮ খ্রিষ্টাব্দে আন্না জার্ভিস নামে এক ব্যক্তি সর্বপ্রথম আমেরিকার পশ্চিম ভার্জিনিয়ায় মা দিবস উদযাপন করেছিলেন। তিনি নিজের মায়ের স্মৃতির প্রতি এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন। প্রায় দশটি মাস গর্ভে ধারণ করে যে মা তার সন্তানকে পৃথিবীর আলো দেখান, সেই মায়ের সম্মানে আজকের এ দিনে নত থাকেন সারা পৃথিবীর সন্তানেরা।

মাকে ভালোবাসার জন্য শুধুমাত্র বিশেষ একটি দিনের প্রয়োজন নেই বলে মনে করেন অনেকেই। কারণ প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত মাকে ভালোবাসার দিন।

আজকের এদিনে সারাপৃথিবীর সন্তানেরা নিজ নিজ মাকে সাধ্যমতো উপহার দিয়ে থাকে।পৃথিবীর সকল মায়েরা সুখে থাকুন। সকল মাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।