সব জল্পনা কল্পনার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি। ২১ জানুয়ারি, শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন আপিল বোর্ড এর সদস্য শ্যামল দত্ত। এতে করে দীর্ঘদিন অন্ধকারে থাকা ছবিটি প্রেক্ষাগৃহে দেখাতে আর কোনো বাধা থাকছে না। দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে থাকা ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে ২১ জানুয়ারি আপিল বোর্ডের শুনানি হয়। আপিল কমিটির সদস্যরা শুনানির সময়ে সিনেমাটির পরিচালক-–প্রযোজকের বক্তব্য শোনেন। এর উপর ভিত্তি করে সিনেমাটি নিয়ে মতামত প্রদান করেন কমিটির সদস্যরা। আপলি বোর্ডেও রায় প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী জানান, ‘আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপীল বোর্ড শনিবার বিকেল ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। উনারা হয়তো উনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি উনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দেবেন যাতে আগামী শুক্রবার বা তারপরের শুক্রবার ছবিটা মুক্তি পায় ফারুকী আপিল বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো জানান, এই সুযোগে আমি আপীল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। শেষে একটা কথা বলতে চাই, আমার মতো এই অভিজ্ঞতার ভেতর দিয়ে যেনো কোনো ফিল্মমেকার না যায়। আমরা বাঁচি আর কয় দিন। কাজের সময় খুব কম। এইভাবে তা অপচয়ের কোনো মানে নাই।’