১৭ জানুয়ারি থেকে বাংলাদেশ দাবা ফেডারেশন ভবনে শুরু হয়েছে দ্বিতীয় বিভাগ দাবালীগ। এবার মোট ৫২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডের খেলায় ইপসা চেস ডট বিডি শেখ রাসেল একাডেমি গ্রীণ এর সঙ্গে ৪-০ তে জয় পায়। ইপশা চেস ডট বিডির কর্ণধার ইপসা আজাদ বলেন প্রতি বছরই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আমরা গতবছরও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি, বেশ ভালো করেছি। এবার আশা করি আমাদের টিম চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন অর রশিদ। এর আগে ১ জানুয়ারি ২০২৩ থেকে রেজিস্ট্রেশন শুরু হয়, রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ১৫ জানুয়ারি ২০২৩।