আসছে রিকশার্গাল

15 Jan 2023, 03:28 PM মুভিমেলা শেয়ার:
আসছে রিকশার্গাল

দীর্ঘ প্রতিক্ষার পর ফেব্রুয়ারিতে মুক্তি পেতে যাচ্ছে অমিতাভ রেজা চৌধুরীর  ‘রিকশার্গাল’ ছবিটি। 


এর আগে অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ ছবিটি দর্শকপ্রিয়তা পায়। সেই ধারাবাহিকতায় এবার মুক্তি পেতে যাচ্ছে ‘রিকশার্গাল’ সিনেমাটি।  ছবিটি ফেব্রুয়ারিতে মুক্তি দেয়া দেয়া হবে বলে জানান অমিতাভ রেজা।  এর আগে ৭ জানুয়ারি শনিবার রাতে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয় ঢাকা লিট ফেস্টে। সেখানে তিনি বলেন, ‘সিনেমাটির বাংলা ভার্সন প্রদর্শিত হচ্ছে। আশা করছি আগামী মাসে সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন দর্শক। নাইমা নামের এক কিশোরীর জীবনের কঠোর বাস্তবতার গল্প উঠে এসেছে সিনেমাটিতে। একটি বিদেশি উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিতে অভিনয় করেছেন নভেরা রহমান, নরেশ ভূইয়া, এলেন শুভ্র প্রমুখ।