সালতামামি ২০২২, ঢালিউডে ঘটনা-রটনা

12 Jan 2023, 01:52 PM মুভিমেলা শেয়ার:
সালতামামি ২০২২, ঢালিউডে ঘটনা-রটনা

ঢালিউড নানা সফলতা  ব্যর্থতার মধ্যে পার করলো আরো একটি বছর। প্রতি বছরের মতো বিদায়ী ২০২২ খ্রিষ্টাব্দও অনেক স্মরণীয় হয়ে থাকবে। নানা কারণেই বছরজুড়ে আলোচনায় ছিল চলচ্চিত্র অঙ্গন। বিশেষ করে গোপন বিয়ে প্রকাশপ্রেমপারস্পরিক দ্বন্দ্বে বছরজুড়ে সরগরম ছিল সিনেমা পাড়া। একটা ঘটনা শেষ তো আরেকটা ঘটনা শুরু হয়। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম... 

 

 

পরীমণি-রাজের গোপন বিয়ে  সন্তান 

গেল বছরে বলতে গেলে সারাবছরই আলোচনায় ছিলেন অভিনয়শিল্পী পরীমণি। তবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শরীফুল রাজের সঙ্গে গোপন বিয়ে  সন্তান প্রসঙ্গে।  বছরের শুরুর দিকে প্রকাশ পায় পরীমণি-শরিফুল রাজের বিয়ের খবর। ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশের দিনেই  জুটি জানান২০২১ খ্রিষ্টব্দের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। উকিল বাবা ছিলেন পরিচালক রেদোয়ান রনি। এরপর ২১ জানুয়ারি গায়ে হলুদ করেন পরী-রাজ দম্পতি। ২২ জানুয়ারি করেন বিবাহোত্তর অনুষ্ঠান। ১০ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হন পরীমণি  শরীফুল রাজ। 

 

 

জায়েদ-নিপুণ দ্বন্দ্ব 

 

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সারাবছরই উত্তপ্ত ছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন [বিএফডিসি]। ২৮ জানুয়ারির নির্বাচনে মিশাকে হারিয়ে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচিত হলেও নিপুণ হেরে যান জায়েদের কাছে। 

নির্বাচনের পর জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন নিপুণ। এই প্রেক্ষাপটে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা এলে আপিল বোর্ড অভিযোগগুলো আমলে নিয়ে এফডিসিতে বৈঠকে বসে। সেই বৈঠকের পর আপিল বোর্ডের প্রধান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন না জায়েদ খান। 

এরপর বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সবশেষ জায়েদের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করে আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল [আপিলের অনুমতি চেয়ে আবেদনগ্রহণ করে তাকে আপিলের অনুমতি দেয় আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আপাতত দায়িত্ব পালন করছেন নিপুণ। 

 

ওমর-জায়েদ দ্বন্দ্ব 

অভিনয়শিল্পী ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে অভিনেতা ওমর সানিকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে অভিনেতা জায়েদ খানের বিরুদ্ধে। অভিনেত্রী মৌসুমীর সঙ্গে জায়েদ খান খারাপ আচরণ করেছেনসে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানি সরাসরি জায়েদ খানকে চড় মারেন। তারপর জায়েদ খান এমন কাঘটিয়েছেন বলে জানান ওমর সানি। যদিও অভিযোগটি অস্বীকার করেন জায়েদ খান। ঘটনার দুদিন পর গণমাধ্যমে পাঠানো এক অডিওবার্তায় উল্টো জায়েদ খানের  পক্ষে কথা বলেন মৌসুমী। মিথ্যবাদী প্রমাণ করেন স্বামী ওমর সানিকে। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায়। 

 

মিম  রাজের পরকীয়ার অভিযোগ  

বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেন পরীমণি। সেজন্য নাকি তাদের সংসারে অশান্তি দেখা দেয়। সামাজিক মাধ্যমে এই অভিযোগ করেন পরীমণি। ওই পোস্টে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আক্রমণও করেন। 

ফেসবুকে পরীমণির এমন স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পরেই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারো নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথাবার্তার স্ক্রিনশটও ফাঁস করেন। 

পরী যে ঈর্ষান্বিত হয়ে কাজটি করেননিসেটা নিজের স্ট্যাটাসেই বুঝিয়েছেন। আর মিমও ফেসবুক স্ট্যাটাসে পরীমণির নাম উল্লেখ না করে জানান কেউ ঈর্ষান্বিত হয়ে গুজব বা কুৎসা রটাচ্ছে তার নামে। 

দামাল’ সিনেমার প্রচারণায় মিম রাজের একসঙ্গে প্রচারণায় অংশ নেওয়া খুব একটা পছন্দ হয়নি পরীমণির। বেসরকারি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকার দিতে রাজ-মিম-এর একসঙ্গে যাওয়াটাও মেনে নিতে পারেননি তিনি। এসব নিয়েই রাজ-পরীর মাঝে ঝগড়া হয়। পরীর এমন আচরণে নির্বাক হয়ে পড়েন রাজ। বারবার বুঝিয়েও ব্যর্থ হোন। এরপরই পরীমণি রাজ-মিম  রাফীকে নিয়ে এমন স্ট্যাটাস দেন। এই ঘটনার পর রাজের সঙ্গে আর কোনো ছবিতে অভিনয় করবেন না বলে জানিয়ে দেন বিদ্যা সিনহা মিম। 

 

শাকিব-বুবলীর বিয়ে  সন্তান 

দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিলগোপনে বিয়ে করেছেন অভিনয়শিল্পী শাকিব খান  শবনম ইয়াসমিন বুবলী। এমনকি তাদের ঘরে নতুন অতিথি এসেছে এই নিয়ে বেশ সরগরম ছিল সিনেপাড়া। কিন্তু শাকিব-বুবলী কখনো তা প্রকাশ করেননি। গেল বছরের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে গুঞ্জনের সত্যতা প্রকাশের ইঙ্গিত দেন বুবলী। অনেক জল ঘোলার পর ৩০ সেপ্টেম্বর প্রথমে বুবলী জানানতার সন্তানের বাবার নাম শাকিব খান। এই অভিনেত্রীর পোস্টের বেশ কিছুক্ষণ পর শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একই রকম পোস্ট করে সন্তানকে স্বীকৃতি দেন। ২০১৮ খ্রিষ্টব্দের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। আর সন্তানের জন্ম হয় ২১ মার্চ ২০২০ খ্রিষ্টাব্দে।