সালতামামি ২০২২, আলোচিত তারকা

12 Jan 2023, 01:47 PM মুভিমেলা শেয়ার:
সালতামামি ২০২২, আলোচিত তারকা

পৃথিবী থেকে বিদায় নিয়েছে আরো একটি বছর। বিদায়ী বছরটি অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দ নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে। গেল বছরে সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীদের জীবনেও ঘটেছে নানা ঘটনা। কেউ অভিনয় দিয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও প্রশংসিত হয়েছেন। আবার কেউ নানা কারণেই বছরজুড়ে আলোচনায় ছিলেন। বিস্তারিত লিখেছেন শেখ সেলিম... 

 

 

চঞ্চল চৌধুরী 

বিগত বছরে বেশ আলোচনায় ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তার অভিনীত দুটি ছবি মুক্তি পায়। একটি ‘পাপ-পুণ্য’, অন্যটি ‘হাওয়া’। ‘পাপ-পুণ্য’ সিনেমায় অনবদ্য অভিনয় করে প্রশংসিত হয়েছেন। অন্যদিকে হাওয়া সিনেমায় তাকে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শক। অসাধারণ অভিনয়ের গুণে দেশ বিদেশে আরো বেশি জনপ্রিয়তা পেয়েছে এই অভিনেতা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে হাওয়া সিনেমা মুক্তির শুরুতে বেশ কিছুদিন সিনেমাটি উপভোগের জন্য দর্শক টিকিট পায়নি। টানা কয়েক মাস সিনেমাটি হাউজফুল হয়েছে। দেশের গ-ি পেরিয়ে কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তি দেওয়া হয়। সিনেমা ছাড়াও কারাগারসহ কয়েকটি ওয়েব ফিল্ম দিয়েও সারাবছর আলোচনায় ছিলেন তিনি। 

 

জয়া আহসান 

গেল বছর জয়া আহসান অভিনীত একটি ছবি মুক্তি পায়। ছবির নাম ‘বিউটি সার্কাস’। একটি সিনেমা মুক্তি পেলেও তার অভিনয়ের জন্য তিনি প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও ঝরাপালক শিরোনামের একটি ছবি মুক্তি পায় কলকাতায়।  

কবি জীবনানন্দ দাশের জীবনী নিয়ে নির্মিত ঝরাপালকও প্রশংসা কুড়িয়েছে। এছাড়া গোয়া ফিল্ম ফেস্টিভালে গেছে নকশীকাঁথা। গেল বছর কলকাতায় একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কলকাতার ছবিতে অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন। বছরের শেষদিকে এসে একটি হিন্দি সিনেমায় চুক্তিবদ্ধ হন। অন্যদিকে ইউএনডিপির শুভেচ্ছা দূতও হয়েছেন জয়া আহসান। 

 

বাঁধন 

লাক্স সুন্দরী বাঁধনও গেল বছরে বেশ আলোচনায় ছিলেন। প্রথমবারের মতো তিনি হিন্দি সিনেমায় নাম লিখিয়ে আলোচনায় আসেন। তার অভিনীত হিন্দি সিনেমা খুফিয়া মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছরে। অন্যদিকে রেহানা মরিয়ম নূর সিনেমা নিয়ে স্পেনের একটি চলচ্চিত্র উৎসবে অংশ নেন তিনি। পুরস্কার  প্রশংসা দুটোই এনেছেন সেখান থেকে। তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে অনেক কিছু। নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অভিনয়শিল্পী। এছাড়া কিছুদিন আগে ‘গুটি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেন। চরকির ব্যানারে নির্মিত নতুন ওয়েব সিরিজটিও অবমুক্তির সম্ভাবনা রয়েছে নতুন বছরে।  

 

শরিফুল রাজ 

প্রতিবছরই ভালো অভিনয় করে আলোচনায় আসেন নতুন অভিনয় শিল্পীরা। সেই ধারাবাহিকতায় গেল বছর ঢাকাই সিনেমায় নতুন নায়কদের মধ্যে আলোচনায় ছিলেন শরিফুল রাজ। ‘পরাণ’ সিনেমাটি তাকে বেশ পরিচিতি এনে দিয়েছে। এই পর্যন্ত যতগুলো সিনেমায় অভিনয় করেছেন এরমধ্যে তার অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে ‘পরাণ’ সিনেমাটি। ঢাকাই সিনেমায় একবছরে একটি সিনেমা দিয়ে আগে এতটা আলোচনায় আসেনি কেউ। এছাড়াহাওয়া  সবশেষে ‘দামাল’ ছবি দিয়ে রাজ অভিনীত তিনটি ছবি মুক্তি পায় গেল বছর।  

 

বিদ্যা সিনহা মিম 

অনেকদিন নিরব থাকার পর হঠাৎ করেই আলোচনায় আসেন লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। আর এই আলোচনায় আসার পেছনে রয়েছে ‘পরাণ’ সিনেমাটি। ‘পরাণ’ সিনেমায় তার সাবলীল অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়। গেল বছরে ৫০টি সিনেমা মুক্তি পায়এর মধ্যে অনন্য ব্যবসাসফল ছবির মধ্যে ‘পরাণ’ একটি।  ছবিটি দেশের গ-ি পেরিয়ে মুক্তি দেওয়া হয় কয়েকটি দেশে। সেখানেও সিনেমাটি প্রশংসা কুড়ায়। অন্যদিকে দামাল সিনেমাতে বেশ ভালো অভিনয় করেছেন তিনি। তবে ‘দামাল’ সিনেমাটি হলে তেমন একটা দর্শক টানতে পারেনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি ইউনিসেফের শুভেচ্ছা দূত নির্বাচিত হন মিম।