সালতামামি ২০২২ , ২০২২ ছিল সিনেমার আশা জাগানিয়া বছর

12 Jan 2023, 01:42 PM মুভিমেলা শেয়ার:
সালতামামি ২০২২ , ২০২২ ছিল সিনেমার আশা জাগানিয়া বছর

করোনার প্রভাব কাটিয়ে বিশ্বব্যাপী আবার সরব হতে শুরু করেছে সিনেমাবাজার। বিশ্বের চলচ্চিত্রের সঙ্গে পাল্লা দিয়ে ঢালিউডও বেশ সরব হয়ে উঠেছে। ২০২২ খ্রিষ্টাব্দে মুক্তি পেয়েছে ৫০টি সিনেমা। তবে হাতে গোনা কয়েকটি ছবি ছাড়া বেশিরভাগ ছবিই লগ্নি হারিয়েছে। সারাবছরের সিনেমার হালচাল নিয়ে লিখেছেন শেখ সেলিম... 

 

সিনেমার মন্দা হাওয়ার মাঝে করোনা যেন ঢাকাই চলচ্চিত্র সংশ্লিষ্টদের আরও হতাশায় ফেলে দিয়েছিল। হলমুখী হচ্ছিল না দর্শক। এর মাঝে একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধের খবর চলচ্চিত্র কর্মীদের এক প্রকার হতাশায় ফেলে দিয়েছিল। ঢালিউডের ভবিষ্যৎ নিয়ে যখন সবাই নিরাশঠিক সেই মুহূর্তে আশার প্রদীপ জ্বেলে রুপালি দুনিয়ায় দেখা দেয় আলোর ঝলকানি। 

ভালো সিনেমা তৈরি হলে দর্শক হলে গিয়ে ছবি দেখেনএই বছর আবারো তা প্রমাণ হলো। ২০২২ খ্রিষ্টাব্দে ৫০টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে কয়েকটি সিনেমা বাম্পার ব্যবসা করে। সিনেমা দেখার জন্যে দর্শককে মাসব্যাপী অপেক্ষা করতেও দেখা গেছে বিশেষ করে হাওয়া ছবিটির এতই চাহিদা ছিলঅনেক হল কর্তৃপক্ষ ছবিটির শো সংখ্যা বাড়াতে বাধ্য হনতারপরও দর্শকের চাহিদা মেটাতে পারেননি। ছবিটি প্রেক্ষাগৃহে টানা তিনমাসেরও বেশি সময় প্রদর্শন করা হয়েছে। এর মূলে রয়েছে ভালো গল্প।  

গেল বছর মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায় রয়েছেহাওয়াগলুইশানবিদ্রোহীপরাণদিনদ্য ডে,  শ্বশুরবাড়ি জিন্দাবাদ-অপারেশন সুন্দরবনবিউটি সার্কাসভাইয়া রেলাইভবীরত্বঈশা খাঁহৃদিতাছিটমহলতোর মাঝেই আমার প্রেমমাফিয়ামুখোশশিমু [মেইড ইন বাংলাদেশ], গুণিনলকডাউন লাভ স্টোরিজাল ছেঁড়ার সময়বড্ড ভালোবাসিপাপ পুণ্যআগামীকালবিক্ষোভতালাশঅমানুষসাইকোকার্নিশযা হারিয়ে যায়আশীর্বাদযাও পাখি বলো তারেরাগীজীবন পাখিবসন্ত বিকেলরোহিঙ্গাদামালকুড়া পক্ষীর শূন্যে উড়াদেশান্তরভাঙনমেইড ইন চিটাগং মাই লাভহডসনের বন্দুকজয় বাংলা৭১ এর একখইতিহাসপায়ের ছাপ  কাগজ। 


২০২২ খ্রিষ্টাব্দের শেষদিকে মুক্তি পায় বীরাঙ্গনা ’৭১  মেঘ রোদ্দুর খেলা সিনেমা দুটি। এর মধ্যে বছরের প্রথম  মাসে সিনেমাহলে ১৮টি সিনেমা মুক্তি পায়। সেই ছবিগুলোর বেশিরভাগই লগ্নি করা অর্থ তুলতে পারেনি। যদিও সিনেমার আয় এখন শুধু সিনেমা হল কেন্দ্রিক নেই। এর বাইরে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মটিভি স্বত্ব বিক্রিডিজিটাল রাইটসস্পন্সরদেশের বাইরে মুক্তি থেকে আয় প্রভৃতি। 

ছয় মাসে মুক্তি পাওয়া ছবিগুলো হচ্ছেÑ ছিটমহলতোর মাঝেই আমার প্রেমশ্বশুরবাড়ি জিন্দাবাদ-মাফিয়ামুখোশশিমুগুণিনলকডাউনলাভ স্টোরিজাল ছেঁড়ার সময়গলুইশানবিদ্রোহীবড্ড ভালোবাসিপাপ-পুণ্যআগামীকালবিক্ষোভঅমানুষ এবং তালাশ।  

প্রথম ছয়মাসের ছবির ব্যবসার অবস্থা দেখে  প্রযোজক পরিবেশক সমিতি তাদের বিগ বাজেটের ছবি মুক্তি  দিতে একপ্রকার ভয়ই পানতারপরও ঝুঁকি নিয়ে তারা বিগ বাজেটের ছবিগুলো মুক্তি দেন এবং অনেকে সফলও হন। পরের  মাসের মধ্যে সিনেমায় নতুন করে সুবাতাস বইতে শুরু করে। ১০ জুলাই মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ছবিটি। শরিফুল রাজবিদ্যা সিনহা মিমইয়াশ রোহান অভিনীত সিনেমাটি দেখতে দর্শক হলমুখী হন। শুধু দেশে নয়দেশের বাইরেও ভালো ব্যবসা করেছে সিনেমাটি। 


একই সময়ে অনন্ত জলিল  বর্ষা অভিনীত ‘দিনদ্য ডে’ সিনেমাটি মুক্তির পর কিছুদিন আলোচনায় ছিল। তবে ব্যবসার দিক থেকে সিনেমাটি খুব বেশি সফলতা আনতে পারেনি।  

২৯ জুলাই মুক্তি পায় মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া মুক্তির আগেই সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গান তরুণ সমাজের মাঝে দারুণ সাড়া ফেলে। ‘হাওয়া’ প্রেক্ষাগ্রহে মুক্তির পর দেশ  দেশের বাইরেও রেকর্ড গড়ে। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরীনাজিফা তুষিশরিফুল রাজসুমন আনোয়ারনাসির উদ্দিন খানসহ অনেকেই। 

বছরজুড়ে আলোচিত নায়ক নায়িকায় তালিকায় প্রথমে উঠে আসে শরিফুল রাজের নাম। ‘পরাণ’ সিনেমা মুক্তির মাধ্যমে আলোচনায় আসেন রাজ। ‘পরাণ’ মুক্তির পর বছরের আরেক আলোচিত সিনেমা ‘হাওয়াতেও তার দেখা মিলেছে স্বমহিমায়। 

এই দুটি সিনেমা ছাড়া মুক্তিযুদ্ধের ‘দামাল’ সিনেমায়ও তাকে অন্যরূপে পেয়েছেন দর্শক। স্টার সিনেপ্লেক্সে রাজ অভিনীত  ছবি ‘পরাণ’, ‘হাওয়া’, ‘দামাল’ পাশাপাশি চলেছে।  


২০২২ খ্রিষ্টাব্দটি চঞ্চল চৌধুরীর জন্যে একটি আশীর্বাদের বছর বলা চলে। এই বছর তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পায়। একটি ‘পাপ-পুণ্য’ অন্যটি ‘হাওয়া এর মধ্যে ‘হাওয়া’ বছরের সবচেয়ে সুপারহিট ব্যবসাসফল সিনেমার তালিকায় রয়েছে। এই সিনেমায় তার অভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়। তবে অন্য সিনেমা ‘পাপ-পুণ্য’ তেমন একটা সাড়া ফেলতে পারেনি। এছাড়া কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে চঞ্চল চৌধুরীকে বলিউড তারকা শাহরুখ খান  অমিতাভ বচ্চনের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে। 

অন্যদিকে গেল বছরের কিং খান খ্যাত শাকিব খানের মাত্র দুটি ছবি মুক্তি পায়। একটি ‘গলুই’ অন্যটি ‘বিদ্রোহী সিনেমা দুটির মধ্যে সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। কিন্তু ‘বিদ্রোহী’ সিনেমাটি তেমন একটা দর্শক টানতে পারেনি।  


এই বছর জয়া আহসান অভিনীত একটি সিনেমা মুক্তি পায়। ‘বিউটি সার্কাস’ নামের সিনেমায় তার অভিনয় প্রশংসিত হলেও সিনেমাটি তেমন ব্যবসা করতে পারে নি। সফলতা পায়নি।  

২০২২ খ্রিষ্টাব্দে তরুণ অভিনেতা সিয়াম আহমেদের চারটি সিনেমা- ‘শান’, ‘পাপ-পুণ্য‘, ‘অপারেশন সুন্দরবন’  ‘দামাল’ মুক্তি পায়। চারটি সিনেমার মধ্যে ‘শান’ ছবিটি মোটামুটি আলোচনায় ছিল। তবে, ‘দামাল’ ছবিটি হলে তেমন দর্শক টানতে না পারলেও তার সাবলীল অভিনয় দর্শকের মন জয় করেছেন।   


আলোচিত অভিনেত্রী পূজা চেরিরও চারটি ছবি মুক্তি পায় গেল বছর। ছবিগুলো হচ্ছে- ‘গলুই’, ‘শান’, ‘সাইকো’  ‘হৃদিতা চারটি সিনেমার মধ্যে ‘গলুই’  ‘শান’ আলোচনায় থাকলেও বাকি দুটি ছবি তেমন একটা দর্শক টানতে পারেনি।   

গেল বছর ‘হাওয়া’ ছবি দিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী নাজিফা তুষি। ‘হাওয়া’ সিনেমায় তার অনবদ্য অভিনয় দর্শকদের দৃষ্টি কাড়েন। এছাড়া ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায় সাবলীল অভিনয় করে প্রশংসা কুড়ান রোশান।