৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হোলি আর্টিজানের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’

10 Jan 2023, 01:32 PM মুভিমেলা শেয়ার:
৩ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে হোলি আর্টিজানের গল্প নিয়ে  নির্মিত সিনেমা ‘ফারাজ’

২০১৬ খ্রিষ্টাব্দের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমাটি। নির্মাণ করেছেন পরিচালক হংসল মেহতা। সিনেমাটি ব্রিটিশ ফিল্ম ইন্সটিট্যুটের লন্ডন ফিল্ম ফেস্টিভালে প্রিমিয়ারের পর ৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। ৯ ফেব্রুয়ারি ২০২৩ খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম। সিনেমাটিতে নায়ক হিসেবে দেখা যাবে কারিনা কাপুর খানের চাচাত ভাই জাহান কাপুরকে। ছবিতে আরো আছেন অভিনেতা পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল। আদিত্য এর আগে ‘বামফাদ’ সিনেমায় অভিনয় করেছেন। উল্লেখ্য, হোলি আর্টিজান জঙ্গি হামলায় প্রাণ দিতে হয় ২০ বছর বয়সি ফারাজ আইয়াজ হোসেনকে। ফারাজ আইয়াজ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত এমরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনার সময় ফারাজ গ্রীষ্মকালীন ছুটিতে ঢাকায় অবস্থান করছিলেন। তিনি নিশ্চিত মৃত্যুর মুখে থেকেও বন্ধুদের পাশে দাঁড়িয়েছিলেন। সেই সময়ে ঘটনাটি বিভিন্ন পত্রিকায় এবং অনলাইনে নানাভাবে প্রকাশিত হয়। সেখান থেকেই পরিচালক প্রাথমিকভাবে গল্প সংগ্রহ করেন। সেভাবেই তিনি হোলি আর্টিজান বেকারির গল্প সাজিয়েছেন। অনুভব সিনহা এবং ভূষণ কুমারের প্রযোজনায় ছবিটি নির্মিত হচ্ছে বলিউডের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের ব্যানারে।