কার হাতে উঠবে এবারের আসরের ট্রপি

18 Dec 2022, 04:30 PM ক্রীড়াভুবন শেয়ার:
কার হাতে উঠবে এবারের আসরের ট্রপি

সারাবিশ্বের অগণিত দর্শক মুখিয়ে আসে আর্জেন্টিনা বনাম ফ্রান্সের ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য। 

অন্যান্য দেশের মত বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও খেলাকে কেন্দ্র করে তর্কযুদ্ধে লিপ্ত হচ্ছেন। কার হাতে উঠবে সোনালি ট্রফিটি, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? এই নিয়ে চলছে তর্কযুদ্ধ। সবকিছুর জবাব মিলবে আজ রাত ১০.৪৫ মিনিটে। কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

পরিসংখ্যানে  এগিয়ে কোন দল? জেনে নেয়া যাক। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি লড়াই হয়েছে ১২ বার। আর্জেন্টিনার জয় ছয়টিতে, ফ্রান্স জিতেছে তিনটি। আর তিনটি ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপে তিনবারের দেখায় দুইবারই ফ্রান্সকে হারিয়েছে আর্জেন্টিনা। অবাক হওয়ার বিষয় হচ্ছে ইতিহাসে দুই দলের প্রথম দেখাটাই ছিল বিশ্বকাপে। ১৯৩০ সালে ১-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এরপর ১৯৭৮ বিশ্বকাপে আরেকবার মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। সেবারও আর্জেন্টিনা জেতে, ফ্রান্সকে হারায় ২-১ গোলে।

২০১৮ বিশ্বকাপে লড়াইয়ে জয়ী দলটির নাম ফ্রান্স, সেই দিক দিয়ে হয়তো ফ্রান্স এগিয়ে থাকবে। ২০১৮-তে শেষ ষোলোতেই দেখা হয় দুই দলের। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আর্জেন্টিনাকে ৪-৩ গোলে হারায় ফ্রান্স।

ফলে পরিসংখ্যানে ফ্রান্স পিছিয়ে থাকলেও দলটি খুবই ভয়ংকর। তাদের আত্মবিশ্বাসের রসদ হতে পারে, সবশেষ মুখোমুখি দেখায় আর্জেন্টিনাকে হারানোর অতীত।