ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবার বড়ো পর্দায় অভিনয় করতে চলেছেন। রায়হান রাফি পরিচালিত নতুন ছবি ‘সুড়ঙ্গ’-তে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটতে চলেছে তার। চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হবে নিশোর প্রথম সিনেমা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে জমকালো আয়োজনের মাধ্যমে ‘সুড়ঙ্গ’-এর ঘোষণা দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। এরপরই চিত্র ধারণের কাজ শুরু হবে। নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা। এর আগেও কয়েকজন পরিচালকের সঙ্গে সিনেমায় অভিনয়ের ব্যাপারে কথা হয়েছিল নিশোর। ব্যাটেবলে মেলেনি বলে এখন পর্যন্ত সিনেমায় অভিনয় করা হয়ে ওঠেনি তার। জানা যায়, ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য গত কয়েক মাস যাবৎ প্রস্তুত হচ্ছেন নিশো। সব ঠিকঠাক থাকলে আগামী বছরে যেকোনো ঈদে মুক্তি পাবে সিনেমাটি।