মডেল স্টার অব এশিয়া’ খেতাব পেলেন শিলা

19 Oct 2022, 03:03 PM আকাশলীনা শেয়ার:
মডেল স্টার অব এশিয়া’ খেতাব পেলেন শিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’ বিজয়ী হয়েছিলেন শিরিন আক্তার শিলা। একই বছর ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল’–এ অংশগ্রহণ করেছিলেন। সেখানে ‘ফেস অব এশিয়া’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু ওই বছর কোনো পুরস্কার জিততে পারেননি শিলা। এবার খুশির খবর দিলেন তিনি। এবারের উৎসবে ‘মডেল স্টার অব এশিয়া’ হয়েছে বাংলাদেশের এই মডেল এবং অভিনেত্রী শিরিন আক্তার শিলা। ১৬ অক্টোবর ২০২২ রাতে দক্ষিণ কোরিয়ার উইজিয়ংবু শহরে অনুষ্ঠিত এ উৎসবে অংশ নেন বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, তাইওয়ানসহ ১৯টি দেশের ১৯জন মডেল স্টার। বিজয়ী ১০ প্রতিযোগীর একজন হিসেবে ট্রফি হাতে তুলে নিয়েছেন বাংলাদেশের এই গ্ল্যামারাস মডেল। ‘মডেল স্টার অব এশিয়া’ বিজয়ী হওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তার কাজের পরিধি বাড়বে বলে মনে করেন শিরিন আক্তার শিলা। এটি শিলার প্রথম কোনো আন্তর্জাতিক স্বীকৃতি। এরকম স্বপ্নই তিনি দেখেছেন সবসময়। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রায় চার বছর ধরে শ্রম দিয়েছেন। এই পুরস্কার সেই শ্রম এবং স্বপ্নের সিঁড়ির প্রথম ধাপ। এই পুরস্কার জেতার কারণে এখন এশিয়ার বিভিন্ন দেশের ফ্যাশন এবং মডেল উৎসবে অংশ নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তিনি। ২৪ থেকে ৩০ অক্টোবর ২০২২ ইন্দোনেশিয়াতে ফ্যাশন উইক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে শিলাকে।

এবার ১৪ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২২’। ফেস্টিভ্যালে বাংলাদেশি প্রতিনিধি ছিলেন ক্রসওয়াক কমিউনিকেশনস। সহযোগিতায় ছিল আজরা মাহমুদস ট্যালেন্ট ক্যাম্প।