চিরনিদ্রায় মাসুম আজিজ

17 Oct 2022, 07:06 PM আকাশলীনা শেয়ার:
চিরনিদ্রায় মাসুম আজিজ


একুশে পদকে ভূষিত অভিনেতা মাসুম আজিজ ১৭ অক্টোবর, সোমবার বিকেল ৩টায় রাজধানীর একটি  হাসপাতালে মারা যান। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মাসুম আজিজ অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

মাসুম আজিজ ১৯৫২ খ্রিস্টাব্দে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি মঞ্চ, টেলিভিশন এবং সিনেমায় তিন মাধ্যমেই সাবলীল অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। 

বিশ্ববিদ্যালয় পড়াকালীন থিয়েটারের সঙ্গে যুক্ত হোন। ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন।। দীর্ঘ অভিনয় জীবনে প্রায় চার শতাধিক নাটকে অভিনয় করেন তিনি।

অভিনেতা ছাড়াও তিনি নাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 

২০০৬ খ্রিস্টাব্দে ‘ঘানি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য [শ্রেষ্ঠ পাশর্^ অভিনেতা] জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি। এছাড়া তিনি  সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ ছবিটি পরিচালনা করেন। ছবিটি ২০১৮ খ্রিস্টাব্দে মুক্তি পায়। শিল্পকলার অভিনয় শাখায়  বিশেষ অবদানের জন্য ২০২২ খ্রিস্টাব্দে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।