পারিশ্রমিক কমাচ্ছেন বলিউড ছবির তারকারা

05 Oct 2022, 03:58 PM বলিউড শেয়ার:
পারিশ্রমিক কমাচ্ছেন বলিউড ছবির তারকারা

কোভিড পরিস্থিতির আগে বেশ কয়েকজন বলিউড তারকার পারিশ্রমিক বাড়তে বাড়তে একশো কোটি রুপি বা তারও বেশি হয়ে গিয়েছিল। সেই দৌড়ে অক্ষয় কুমারও এগিয়ে ছিলেন বেশ। ২০১৯ খ্রিষ্টাব্দে ‘গুড নিউজ’ এবং ‘মিশন মঙ্গল’ নামে দুটি সুপারহিট ছবি উপহার দেন অক্ষয় কুমার। এর আগের দুই বছর পর পর কয়েকটি হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ছবিগুলো হিট হওয়ার পর অক্ষয় কুমার যেন আকাশে উড়ছিলেন। সেই সময়ে অক্ষয় কুমারের পারিশ্রমিক বেড়ে গিয়ে দাঁড়িয়েছিল ১৪৪ কোটি রুপিতে।

এক সময়ে শহীদ কাপুরের ক্যারিয়ার প্রায় ডুবতে বসেছিল। এরপর ‘কবির সিং’ ছবির মাধ্যমে আবার জেগে ওঠেন তিনি। ২০১৯ খ্রিষ্টাব্দে ‘কবির সিং’ ব্লকবাস্টার হিট হয়। ওই ছবির সাফল্যের ফলে আরো কয়েকটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পান শহীদ কাপুর। এই সুযোগে নিজের পারিশ্রমিকও প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ৩০ কোটি রুপি করেন।

আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানার ক্ষেত্রেও একই কথা বলা যায়। তিনি সোশ্যাল কমেডি ছবিতে অভিনয় করেন। গত কয়েক বছরে তার ‘বেরেলি কি বরফি’, ‘ড্রিম গার্ল’, ‘বালা’, ‘বাধাই হো’, ‘শুভ মঙ্গল সাবধান’ ছবিগুলো হিট হয়। যার ফলে আয়ুষ্মান খুরানাও পারিশ্রমিক বাড়িয়ে প্রায় ২৫ কোটি রুপি করেন।

এটা ছিল করোনার আগের চিত্র। কিন্তু বিশ্বজুড়ে করোনা শুরু হওয়ার পরই বলিউড ছবির ছন্দপতন ঘটে। করোনার পর কোনো বড়ো তারকার ছবিও এখন আগের মতো ব্যবসা করতে পারছে না। যে অক্ষয় কুমারের ছবি ১ শত কোটি রুপির বেশি ব্যবসা করেছে, তিনিও আজ ব্যর্থ। ছবির ব্যর্থতার কারণে অনেক বলিউড তারকাই বাধ্য হয়ে পারিশ্রমিক কমিয়েছেন।

শুধু অক্ষয়ই নন, এই কাতারে আছেন শহীদ কাপুর, আয়ুষ্মান খুরানা, জন আব্রাহাম, আমির খান, টাইগার শ্রফসহ অনেকেই। বলিউডের বক্স অফিস বিশ্লেষকেরা মনে করেন, শুধু করোনা নয়, দক্ষিণ ভারতে ছবির বিপুল জনপ্রিয়তা ওটিটির উত্থানসহ নানা কারণে মন্দায় ভুগছে হিন্দি সিনেমা। তাছাড়া তারকাদের ভুল ছবি নির্বাচনও একটি কারণ। কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘রক্ষা বন্ধন’ ছবির ব্যর্থতার দায় নিয়েছেন অক্ষয়। অক্ষয়ের মুক্তি পাওয়া আরো কয়েকটি ছবিও পায়নি। ব্যর্থতার কারণে নিজের পারিশ্রমিক ১৪৪ কোটি রুপি থেকে প্রায় অর্ধেকে নামিয়ে এনেছেন অক্ষয়। ওই কাতারে আছেন আমির খানও। তার ‘লাল সিং চাড্ডা’ ব্যর্থ হওয়ার পর নিজের পারিশ্রমিক ১০০ কোটি রুপির নিচে নামিয়ে এনেছেন। একই অবস্থা আয়ুষ্মান খুরানা, জন আব্রাহাম, টাইগার শ্রফ, শহীদ কাপুরেরও। তবে জানা যায়নি কত পারিশ্রমিক কমিয়েছেন তারা।