‘লাল শাড়ি’ ছবির মহরত অনুষ্ঠানে আমন্ত্রিত চিত্রনায়িকা নিপুণ বক্তব্য দেওয়ার সময় অপু বিশ্বাসের মাকে নিয়ে স্মৃতিচারণ করেন। নিপুনের মুখে মাকে নিয়ে স্মৃতিচারণ শুনে পাশে বসা অপু বিশ্বাস আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বার বার চোখ মুছতে থাকেন। অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠান অপু-জয় চলচ্চিত্রের প্রথম ছবি ‘লাল শাড়ি’। ২৪ সেপ্টেম্বর ২০২২ রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের মধ্যে বক্তব্য উপস্থাপনা করেন শহিদুজ্জামান সেলিম, সাইমন সাদিক, দিলরুবা দোয়েল প্রমুখ। ‘লাল শাড়ি’ ২০২১-২০২২ অর্থবছরে অনুদানের ছবি। এর শুটিং শুরু হবে নভেম্বরে।