চলতি মাসের সাত তারিখে মুক্তি পেয়েছে কোরিয়ান ছবি ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট টু : ইন্টারন্যাশনাল’। মুক্তির দ্বিতীয় সপ্তাহেও শীর্ষস্থান ধরে রেখেছে ছবিটি। এ পর্যন্ত বক্স অফিস থেকে আয় কেরেছে তিন কোটি ৫০ লাখ ডলার। কোরিয়ান ফিল্ম কাউন্সিলের হিসাবমতে গত তিনদিনে ছবিটি আয় করেছে ৬০ লাখ ডলারের বেশি। কিং সাং-হুন পরিচালিত এবং ২০১৭ খ্রিষ্টাব্দে মুক্তি পাওয়া ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট টু : ইন্টারন্যাশনাল’-এর সিকুয়েল হলো ‘কনফিডেনশিয়াল অ্যাসাইনমেন্ট টু : ইন্টারন্যাশনাল’। আগের ছবিটিও মুক্তি পাওয়ার দ্বিতীয় সপ্তাহেই বক্স অফিসে শীর্ষে পৌঁছে যায়।
চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকার তিনে পৌঁছে গেছে ছবিটি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার দুই গোয়েন্দাকে নিয়ে ছবির গল্প বেড়ে উঠেছে। কুখ্যাত একদল অপরাধীকে ধরতে মিশনে নেমেছে তারা।
ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন হেয়ুন বিন, ইমু ইয়ুন-আহ্, ড্যানিয়েল হেনি। খল চরিত্রে অভিনয় করেছেন জিন সান শেয়ু। এই ছবিটিও নির্মাণ করেছেন কিং সাং-হুন।