দেওয়ান সাঈদুল হাসান ও ফারহানা তৃনা’র আবৃত্তি সন্ধ্যা - ‘নিমন্ত্রণ’

15 Sep 2022, 01:24 PM অন্যান্য শেয়ার:
দেওয়ান সাঈদুল হাসান ও ফারহানা তৃনা’র আবৃত্তি সন্ধ্যা - ‘নিমন্ত্রণ’


১৬ সেপ্টেম্বর, ২০২২ শুক্রবার বিকেলে গুলশান ক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আবৃত্তিশিল্পী দেওয়ান সাঈদুল হাসান ও আবৃত্তিশিল্পী ফারহানা তৃনার আবৃত্তির অডিও অ্যালবাম ‘নিমন্ত্রণ’-এর প্রকাশনা ও আবৃত্তি সন্ধ্যা। এই আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে থাকছেন প্রতিথযশা আবৃত্তিশিল্পী প্রজ্ঞা লাবণী ও বরেণ্য আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। এই অ্যালবামটিতে দ্বৈত ও একক মিলিয়ে মোট ১২টি কবিতার আবৃত্তি রয়েছে শিল্পীদের কন্ঠে। শিল্পীদ্বয় বলেন, এই আবৃত্তি সংকলনের মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ। তাই কবিতাগুলো নির্বাচন করা হয়েছে বাংলাদেশ, প্রেম ও প্রকৃতি নিয়ে লেখা বাংলাদেশের কবিদের কবিতা থেকে। অ্যালবামের নামকরণও করা হয়েছে ‘নিমন্ত্রণ’ পল্লী কবি জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা থেকে।
আবহ সঙ্গীতে কন্ঠ দিয়েছেন মীযানুর রাহমান তাসলীম। সম্পূর্ণ মৌলিক আবহে নির্মিত ‘নিমন্ত্রণ’ অ্যালবামটির অডিও সম্পাদনায় সেলিম, বাঁশিতে-শহীদ, সেতারে-কাশেম ও কীবোর্ডে-জুয়েল। আবৃত্তি আয়োজনে সার্বিক সহোযোগিতায়-কাব্য কুহুক। সৌজন্যে-অগ্রণী ব্যাংক লিমিটেড, গুলশান কর্পোরেট শাখা, ঢাকা। ‘নিমন্ত্রণ’ অডিও সিডির পাশাপাশি পরে শিল্পীদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজেও প্রকাশ করা হবে।