মা হতে চলেছেন মাহিয়া মাহি। এমন খবরটি ১২ সেপ্টেম্বর ২০২২ রাতে নিজের ফেসবুকে জানান মাহি। তিনি ফেসবুকে লিখেছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচন্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। মাহির মা হওয়ার খবর ফেসবুকে জানার পর থেকে তারকা এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য ২০২১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ে হয় মাহির।