ইতালিতে ‘আন্তর্জাতিক নাট্যোৎসব’-এ বাংলাদেশের নাটক

28 Aug 2022, 04:10 PM আকাশলীনা শেয়ার:
ইতালিতে ‘আন্তর্জাতিক নাট্যোৎসব’-এ বাংলাদেশের নাটক

ইতালির থিয়েট্রো ক্যামপ্লয় থিয়েটারে ২৮ আগস্ট সন্ধ্যা ছয়টায় মঞ্চায়িত হবে বাংলাদেশের নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’। নাটকটির রচনা, পরিচালনা ও নির্দেশনা দিয়েছেন শাহমান মৈশান।

আন্তর্জাতিক নাট্যোৎসব ‘ভেরোনা শেকসপিয়ার ফেস্টিভ্যালের সমাপনী দিনের উৎসবে ইতালি, গ্রিস, ইউক্রেন, নরওয়ে, জর্জিয়া এবং সার্বিয়ার নাটকের পাশাপাশি বাংলাদশের এই নাটকটি মঞ্চায়িত হবে।

যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে শেকসপিয়ার ইনস্টিটিউটের সঙ্গে সন্ধানী আর্টস ও বাংলা কানেকশন যৌথভাবে নাটকটি প্রযোজনা করেছে। এতে একক অভিনয় করেছেন তারেক চৌধুরী। নাটকের ধ্বনি ও ডিজিটাল চিত্র রূপায়ন করেছেন মকবুল চৌধুরী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজের সহকারী অধ্যাপক শাহমান মৈশান বর্তমানে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেকসপিয়ার ইনস্টিটিউটে পিএইচডি গবেষণা করছেন। শাহমান মৈশানের পিএইচডি গবেষণার ব্যবহারিক প্রকাশ নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’। এই নাটকটিতে গণহত্যার শিকার মানুষের সত্তার গভীরতম বেদনা রূপায়িত হয়েছে। ভগ্নাংশে পরিণত পরিচয়হীন মানুষের স্বরূপের খোঁজে এক অনন্ত ছুটে চলার উন্মোচন ঘটেছে এই নাটকে।