তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে হাজির হয়ে ‘মায়া’ সিনেমার জন্য সরকারি অনুদানের অর্থের প্রথম কিস্তিতে ৩০ শতাংশের চেক গ্রহণ করেছেন দেশের শীর্ষ স্থানীয় নায়ক শাকিব খান। এ সময় তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন। নয় মাস পর আমেরিকা থেকে ১৯ আগস্ট দেশে ফিরেছেন শাকিব খান। ‘মায়া’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী পূজা চেরি। ‘মায়া’ সিনেমাটি পরিচালনার জন্য এরই মধ্যে কয়েকজন পরিচালকের কাছে প্রস্তাব গেছে শাকিব খানের পক্ষ থেকে।