এমন কিছু ছবি নির্বাচন করা হয়েছে, যে ছবিগুলোকে বলা হয়েছে লিঙ্গ সংবেদনশীলতা, নারী পুরুষের সমসাময়িক এবং একে অপরের প্রতি সহানুভূতির গল্প। এরকম বেশ কিছু পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্র নিয়ে দুইদিনের ‘সমভাব ভ্রাম্যমাণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে।
২১ আগস্ট সকালে ঢাকার ছায়ানট সংস্কৃতিক ভবন মিলনায়তনে দুইদিনব্যাপী শুরু হয়েছে এই উৎসব। এর আগে নেপাল এবং ভারতের কয়েকটি প্রদেশে উৎসটি অনুষ্ঠিত হয়। চলচ্চিত্রকার শামীম আখতার প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন। প্রথমদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান বুশরা সুলতানা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের শিক্ষক সাবিনা ফাইজ রাশেদ এবং সমভাব চলচ্চিত্র উৎসবের পরিচালক হারিস সাদানি। উদ্বোধনী অনুষ্ঠানে সাবিনা ফাইজ রাশেদ বলেন, ‘আমি বিশ্বাস করি, লিঙ্গপরিচয়, অভিব্যক্তি ও যৌনতার মতো বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সমভাব ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবের মতো আরো সৃজনশীল মাধ্যম থাকা উচিত।’
বুশরা সুলতানা বলেন, ‘সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে পুরুষদের অন্তর্ভুক্ত করা জরুরি।’
‘সমস্যার অংশ যারা, সমস্যাটি সমাধানে তাদের যুক্ত করতে হবে বলে মনে করেন হারিস সাদানি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মানবাধিকারকর্মী খুশী কবির।’
উৎসবটির উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হয় হিন্দি ছবি ‘নাটখত’। এছাড়া চলচ্চিত্র প্রদর্শনীর তালিকায় আরো ছিল- ‘আন্ডারকনস্ট্রাকশন’, ‘দ্য লিটল গডেজ’, ‘সাইদা’, ‘আনটায়িক দ্য নট’, ‘তুলান বাই’ ছবিগুলো। প্রতিটি ছবি প্রদর্শনীর পর ছিল মুক্ত আলোচনা।