নয় মাস পর ১৭ আগস্ট দুপুর ১.৪০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে পৌঁছান সুপারস্টার শাকিব খান। প্রিয় নায়ককে একনজর দেখার জন্য সকাল থেকে বিমানবন্দরের ভিআইপি গেট ২ নম্বর টার্মিনাল এবং বিমানবন্দরের উল্টো দিকের সড়কে ভিড় জমান তার ভক্ত ও অনুরাগীরা। শাকিব ভক্তরা তাকে কাছ থেকে দেখার জন্য প্রচণ্ড রোদের মধ্যেই অপেক্ষা করছিলেন। অপেক্ষমান ভক্তদের নিরাশ করেননি শাকিব খান। ভক্তদের ভালোবাসায় নিজেও আপ্লুত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, সেলফিও তুলেছেন। বিমানবন্দরে নেমে শাকিব খান বলেন, ‘বিমানে উঠেই মনটা ছটফট করছিল কখন দেশের মাটিতে নিশ্বাস নিতে পারব। পরিচিত এবং চেনামুখগুলো দেখার জন্য অপেক্ষায় ছিলাম।’শাকিব খানকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন তার ছোট বোনের স্বামী আসিফ ওয়াহিদ এবং চাচাত ভাই মনির জামান। সাথে ছিলেন ভক্তরাও।