সেন্সর ছাড়পত্র পেল জয়ার 'বিউটি সার্কাস'

18 Aug 2022, 12:58 PM মুভিমেলা শেয়ার:
সেন্সর ছাড়পত্র পেল জয়ার 'বিউটি সার্কাস'

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এবং মাহমুদ দিদার পরিচালিত জয়া আহসান অভিনীত  ‘বিউটি সার্কাস’ ছবিটি অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই ‘বিউটি সার্কাস’ ছবিটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে। এ মাসেই ‘বিউটি সার্কাস’ ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হবে। আর ওইদিনই ছবি মুক্তির তারিখ জানানো হবে। সরকারি অনুদান প্রাপ্ত  ছবি 'বিউটি সার্কাস'। সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকা সংগ্ৰামের গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস পুড়িয়ে দেয়ার পর অসহায় হয়ে পড়ে এক নারী। কিন্তু সে নিজের অদম্য শক্তিতে টিকে থাকে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, হুমায়ূন সাধু প্রমুখ। পরিচালক মাহমুদ দিদার জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় গত দু’বছর ছবিটি মুক্তি দেওয়া হয়নি। তবে খুব তাড়াতাড়ি  আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।