‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় দক্ষতার সঙ্গে অভিনয় করে আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। এবার বাঁধন প্রথম বলিউডে কাজের সুযোগ পান। পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমায় অভিনয় করছেন তিনি। সিনেমার শুটিং এখনো সম্পূর্ণ শেষ হয়নি। সিনেমার বাকি অংশের কাজ শেষ হবে আগস্টের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে। বাঁধন ‘খুফিয়া’ সিনেমায় বাংলাদেশি নারীর চরিত্রে অভিনয় করেছেন।
‘খুফিয়া’ সিনেমায় শুটিং করতে গত বছরের অক্টোবরে দিল্লিতে যান বাঁধন। ছবিটি প্রযোজনা করছে নেটফ্লিক্স। বাঁধন ছাড়াও এতে অভিনয় করেছেন টাবু, আলী ফজল, আশীষ বিদ্যার্থী। আজমেরী হক বাঁধন সর্বশেষ স্পেনের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যান। স্পেনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমায় সফল অভিনয়ের জন্য কাজের স্বীকৃতি স্বরূপ সেরা অভিনেত্রীর পুরস্কার লাভ করেন বাঁধন।